শিবলিঙ্গের সঙ্গে খ্রিস্টধর্মের তুলনা। কোথায় করা হয় জানেন?
নিউজ ডেস্ক – হিন্দু ধর্ম হল এমন একটি ধর্ম যা গোটা পৃথিবীর প্রত্যেক কোনায় বিস্তার করে রয়েছে। এই ধর্মের সঙ্গে বাকি ধর্মগুলো রীতিমতো পারস্পরিক সম্পর্ক যুক্ত। মুসলিম সমাজ থেকে শুরু করে খ্রিস্টধর্মের মধ্যেও যে হিন্দু দেব-দেবীদের স্পর্শ রয়েছে তাই এইবার প্রমাণিত হলো।
দাক্ষিণ্যে এমন কিছু বিষয় সমক্ষে উঠে আসে যা রীতিমতো বিতর্কিত। খ্রিস্টধর্মের প্রাণকেন্দ্র ভ্যাটিক্যান সিটির গঠনের সঙ্গে গৌরীপট সম্বলিত শিবলিঙ্গের গঠনের সাদৃশ্য রয়েছে সেটি অনেকেই বলে থাকেন। কিন্তু এই হিন্দু ধর্মের ছোঁয়া খ্রিস্টধর্মের কি করে লাগলো সেটাই বিষয় আজও অজ্ঞাত বহু বিশেষজ্ঞরা। সিন্ধু সভ্যতার যুগ থেকেই হিন্দু ধর্ম চলে আসছে। এমনকি কিছু কিছু বিশেষজ্ঞদের মধ্যে সিন্ধু সভ্যতার আগেও এই ধর্ম ছিল যার কারণে সিন্ধু সভ্যতার কাঠামোটি তৈরি হয়েছে হিন্দু ধর্ম দিয়ে। বৈদিক যুগ থেকেই বিশ্বে ভারতীয় সংস্কৃতির থাকার কারণে হিন্দু দেব-দেবীদের ও মাহাত্ম্য সৃষ্টি হয় তখনকার যুগে থেকেই। তবে কেন ও কিভাবে হিন্দু দেবদেবীরা মুসলিম ও খ্রিস্ট ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই সম্পর্কে বর্তমানে রিসার্চ করছে বিজ্ঞানীরা।