পৃথিবীতে ব্রহ্মার পূজা কেন করা হয় না?
নিউজ ডেস্কঃ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই তিন দেবতা নিয়ে এক ঈশ্বর।কিন্তু এই তিন দেবতাকে নিয়ে এক ঈশ্বর হলেও দেবাদিদেব মহাদেব এবং বিষ্ণু পুজার প্রচলন আছে পৃথিবীতে তবে ব্রহ্মার পুজাও সেভাবে প্রচলন নেই কেন? এই প্রশ্নটা অনেকেরই মনের মধ্যে জাগে। তাহলে জেনে নিন ব্রহ্মার পুজার কেন প্রচলন নেই।
ব্রহ্মাকে বলা হয় বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা।যার কারনের আজ এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি তারই পুজার প্রচলন নেই।কারনটা হল ব্রহ্মা যখন সৃষ্টি করা কাজে রত ছিলেন তখন তিনি একটি নারীকে তৈরি করেছিলেন।যাকে শতরূপা।শতরুপাকে আবার ব্রাহ্মণী বা সরস্বতীও বলা হয়ে থাকে।ব্রহ্মা ওই সুন্দরী নারী শতরুপার উপর আকৃষ্ট হয়ে পড়েন।শতরূপা ব্রহ্মার এই মনভাব বুঝতে পেরে ব্রহ্মার থেকে পালাতে থাকেন।তবে শতরূপা যেদিকেই যায় ব্রহ্মার চারটি মাথা চারদিকে এবং ওই চারটি মাথার অপর আরেকটি মাথা বিকশিত করে শতরুপার ওপর নজর রাখে।যার ফলে ব্রহ্মার পাঁচটি মাথা হয়ে যায়।শতরুপা বিভিন্ন পশুদের আবতারে ব্রহ্মার থেকে পালাতে চাইলেও ব্রহ্মাও ওইসব পশুদের আবতার নিয়ে শতরূপার পিছু নেন।
অবশেষে শতরূপা একটি গুহার মধ্যে গিয়ে লুকিয়ে পড়লেও ব্রহ্মাও সেখানে উপস্থিত হন এবং শতরুপার সাথে মিলিত হয়।শতরূপাকে যেহেতু ব্রহ্মা সৃষ্টি করেছে তাই শতরূপা হলেন ব্রহ্মার কন্যা।আর ব্রহ্মার তার কন্যা সাথে এইরূপ আচরনের জন্য ক্রুদ্ধ হয়ে যায় শিব।তখন শিব ব্রহ্মার সামনে প্রকট হয়ে তাকে শাস্তি স্বরূপ শিব তার পঞ্চম মাথাটি কেটে দেয় এবং অভিশাপ দেয় যে কেউ তার পুজা করবে না।তাই ব্রহ্মার পুজার সেভাবে প্রচলন নেই বলেই চলে।