রক্তচাপনিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। নয়নতারা ফুলের অসাধারন ৪ টি উপকারিতা
নয়নতারার ফুল কৃমি নিরাময়ে সাহায্য করে।এই গাছে শুধু ফুলই মুল ও পাতা কৃমি নিরাময়ে খুব কার্যকরী।তাই যারা কৃমির সমস্যায় ভুগছেন নয়নতারা ফুলের ২টি পাপড়ি রাতে ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে সেটি জ্বালিয়ে আধা কাপ করে রস সকালে ও রাতে সেবন করুন। এইভাবে ৭ থেকে ১০ দিন খেলে উপকার পাবেন ।
ডায়বেটিস রোগের জন্য উপকারিঃ
ডায়াবেটিস নিরাময়ে নয়নতারার ফুল কার্যকর ভূমিকা পালন করে। তাই ডায়বেটিস রোগীদের জন্য নয়ন তারা গাছের ফুল, ফল অনেক উপকারী।
রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করেঃ
নয়নতারার ফুল রক্তচাপ নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে। রক্তচাপ বৃদ্ধিতে নয়নতারার রস খেলে রক্তের চাপ হ্রাস পায়।
বিভিন্ন ধরনের চর্মরোগ নিরাময়ে সাহায্য করেঃ
নয়নতারা বিভিন্ন ধরনের চর্মরোগের নিরাময়ে সাহায্য করে । এছাড়াও নয়নতারার পাতার রস দিয়ে ত্বক পরিষ্কার করলে ত্বকের বিবর্ণতা এবং ক্ষত খুব দ্রুত সেরে যায়।
বাতের ব্যাথা কমাতে সাহায্য করেঃ
নয়নতারায় রয়েছে নানা ধরনের উপাদান যা আমদের শরীর পক্ষে ভালো।নয়নতার বাতের ব্যাথার উপশমে সাহায্য করে।
এছাড়াও নয়নতারা মধ্যে নানা ভেষজগুন আছে যার ফলে যার ফলে আমাদের শরীরে নানান সমস্যা দূর করে।যেমন- মেধা বিকাশের জন্য এবং ঋতুস্রাব এর বিভিন্ন সমস্যার দূর করার জন্য নয়নতারা গাছ উপকারিতা অসামান্য।