নারকেলের দেশ পৃথিবীর কোন দেশকে বলে?
নিউজ ডেস্ক- পৃথিবীতে সবথেকে কোন দেশে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা সবথেকে বেশি জানেন? ফিলিপাইন এশিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দেশ এ দেশের সরকারি নাম রিপাবলিক অফ ফিলিপিনস। দেশটির রাজধানী হল ম্যানিলা। ফিলিপিনো ও ইংরেজি হলো এখানকার সরকারি ভাষা। দেশটির স্থলভাগের আয়তন হল 3 লক্ষ বর্গ কিলোমিটার।
ফিলিপাইন দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
1. ফিলিপিনস দেশের নামকরণ স্পেনের দ্বিতীয় সম্রাট ফিলিপস এর নাম অনুযায়ী রাখা হয়।
2. ফিলিপিন এশিয়ার একমাত্র দেশ যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা সবথেকে বেশি।
3. ফিলিপাইন দেশের সবথেকে বেশি নারকেল উৎপাদন করা হয়।যার জন্য একে নারকেলের দেশ বলা হয়। এছাড়াও দেশে প্রচুর পরিমাণে কলা, পেঁপে পাওয়া যায়।
4. নোকিয়া ও অ্যাডিকশন কোম্পানির মোবাইল চিপ এর 80% ফিলিপিনস তৈরি করে। এছাড়াও ফিলিপাইনের লোকেরা কম্পিউটারের হার্ডডিক্স বানানোর ভীষণ পারদর্শী হয়।
5. এই দেশের মানুষেরা কথাবার্তা বলার জন্য সবথেকে বেশি এসএমএস ব্যবহার করে। এছাড়াও টাকা আদান প্রদানের ক্ষেত্রে তারা মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর ও বেশি ব্যবহার করে পয়সা আদান-প্রদানের জন্য এখানকার প্রায় পঞ্চাশ শতাংশ লোক মোবাইল ব্যবহার করে।
6. ফিলিপাইনের প্রায় 96 শতাংশ মানুষ শিক্ষিত।
7. পুরো বিশ্বের যেকোনো অন্য দেশে যত সংখ্যক নার্স পাঠানো হয় তার মধ্যে বেশিরভাগই ফিলিপাইনের নার্স।
8. ফিলিপিনে যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তিকে গিফট দেয় এবং তা যদি সে সঙ্গে সঙ্গে খোলে তাহলে সেটিকে অসম্ভব বলে মনে করা হয়।
9. ফিলিপাইনের জেলিফিশ লেক পুরো বিশ্বে পরিচিত এবং এখানে প্রায় এক কোটির অধিক জেলিফিশ রয়েছে।
10. ফিলিপাইনের ঝীল গুলি অন্য সকল দেশের ঝিল গুলি থেকে অনেক ভয়ানক । কারণ এখানে রয়েছে ভয়ানক কুমির কোবরা ও মাইথন।