পৃথিবীর কোন দেশে ‘কুম্ভকর্ণের গ্রাম’ রয়েছে?
নিউজ ডেস্ক – ঘুম এটি সাধারণ বিষয়। সারাদিনের ক্লান্তি ও দৌড়ঝাঁপের পরে সন্ধ্যে নামতেই গভীর নিদ্রায় আচ্ছাদিত হয়ে পড়ে বহু মানুষ। তবে সম্প্রতি একটি গ্রাম রয়েছে যেখানে টানা এক সপ্তাহ ধরে কালের ঘুমাতে পারে গ্রামবাসীরা।
আজব এই গ্রামটির অবস্থান কাজাখস্তানে। সেখানে প্রতিটি পদক্ষেপে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে গ্রামবাসীরা। রাস্তায় হাঁটতে হাঁটতে কিংবা ঘরের কাজ করতে গিয়ে ঘুমে আচ্ছাদিত হয়ে পড়ছে গ্রামবাসীরা। যার কারণে ব্যাহত হচ্ছে নগর উন্নয়নের প্রগতি। কেউ কেউ অন্যের দিকে তাকিয়ে তৃতীয় নয়ন খুঁজে পেয়েছেঞ তো কেউ বা আরও অদ্ভুত কিছু দেখেছেন। মূলত ঘুমিয়ে পড়ার কারণে সপ্তাহের পর সপ্তাহ স্তব্ধ থাকে গ্রাম। যদিও এই রহস্যের নেপথ্যে লুকায়িত রয়েছে কিছু অজানা কারণে। জানা যায় গ্রামটির সংলগ্ন ইউরেনিয়ামের খনি রয়েছে। মূলত সেই খনি থেকে তেজস্ক্রিয়তা ঘটার ফলে বর্তমানে ঘুমের দেবতা ভর করেছে গোটা গ্রামবাসীর ওপর।