অফবিট

শিবলিঙ্গে হলুদ জল ঢালতে নিষেধ করার পেছনে কি কারন রয়েছে জানেন?

নিউজ ডেস্কঃ দেবাদিব মহাদেব যার পুজো করতে অতি অল্প কিছুর সামগ্রিকের প্রয়োজন হয় এবং তিনি এই অল্প কিছুতেই সন্তুষ্ট হন।ধুতরো ফুল, বেল পাতা আর জলেই তিনি খুশি হন।আবার অনেকে জলের পরিবর্তে দুধও ঢালেন। এছাড়াও অনেকে শিবলিঙ্গে চন্দনের প্রলেপও লাগায়। তবে শিব পুরাণ অনুযায়ী, মহাদেবকে ভস্ম মাখানো হলে তিনি বেশি খুশি হন।

তবে খুব অল্পতেই যেমন মহাদেবকে সন্তুষ্ট করা যায় ঠিক তেমন একটু ভুলও রুষ্ট হয়ে যেতে পারেন তিনি।তাই শিব পুজো করার আগে কিছু নিয়ম কিছু নিয়ম জেনে রাখা খুবই দরকার।যেমন শিবলিঙ্গে কখনই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা উচিত নয়।এর কারন হিসাবে পুরান থেকে জানা যায় যে,  হলুদ হল সৌন্দর্য্যের উপাদান। যার সাথে মহাদেবের কোনও সম্পর্ক নেই।তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন।তার গায়ে মাখা থাকে ছাই-ভস্ম এবং পরনের থাকে বাঘছাল। পার্থিব জিনিসের ওপর মহাদেবের কোনও আকর্ষণ নেই।এইজন্য হলুদ মহাদেবের থেকের দূরে রাখা উচিত।এছাড়াও আরেকটি বিষয় উল্লেখ পাওয়া যায় পুরাণ থেকে সেটি হল যে, শিবলিঙ্গ হল যৌনাঙ্গের প্রতীক।এবং মহাদেবকে ঠান্ডা রাখতে তার পুজোতে চন্দন, ভস্ম, দুধ ও জল এই উপকারনগুলি ব্যবহার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *