কোন কারন গুলির জন্য ত্বকে ব্রনর সমস্যা দেখা দিতে পারে?
নিউজ ডেস্কঃ ব্রনের সমস্যা প্রায় সব মানুষই সম্মুখীন হয়।এই সমস্যার ফলে আমাদের সৌন্দর্যতা হ্রাস পায়।কারন ব্রন উঠলে দেখতে বাজে লাগে তাছাড়াও ব্রনের দাগ অনেক সময় মুখে থেকে যায় যা সৌন্দর্যতা নষ্ট করে।তাই সৌন্দর্যতা বৃদ্ধি করতে ব্রনের সমস্যা দূর করা খুবই জরুরী।তাই ব্রনের সমস্যা দূর করতে হলে ব্রন উঠলে কি কি করবেন না সেটা আগে জেনে নিন।তাহলে আপনরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।তাহলে জেনে নিন কি কি করবেন না।
১) ব্রণ উঠলে মাথায় রাখবেন যাতে কোনওভাবে যেন আঘাত না পায়৷ বিশেষ করে নখ দিয়ে তো খোঁচা না খায়।তা না হলে এর থেকে বিশ্রী রকমের দাগও হয়ে যেতে পারে মুখে৷
২) ব্রনের সময় বার বার মুখ পরিষ্কার করার অভ্যাস ত্যাগ করুন৷কারন বার বার বাজারে চলতি ফেস ওয়াশ ব্যবহার করে ঘষে ঘষে মুখ ধুলে এতে পিম্পলগুলি থেকে রক্ত বেরোতে পারে বা ইনফেকশন হয়ে যেতে পারে। এছাড়াও দাগ হয়ে যেতে পারেন৷ এই জন্য ব্রণ হলে সাবধানে মুখ ধোবেন ও বার বার ধোবেন না৷
৩) ব্রণ হওয়ার কারনগুলি মধ্যে একটি হল পেট পরিষ্কার না থাকা৷ এই জন্য খাবার বুঝে খান এবং শরীর থেকে নিয়ম মতো বর্জ্য বের করুন৷ এর ফলে পেট পরিষ্কার থাকলে এই সমস্য অনেকটা কমে যাবে৷
৪) এছাড়াও পেটের সাথে সাথে যদি মাথাও অপরিষ্কার থাকে তাহলেও এই ব্রণের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য মাথায় খুশকি যেন না থাকে সেদিকে নজর দেওয়া প্রয়োজন৷