বাড়িতে পিঁপড়ের উৎপাত কমাতে যা করা উচিৎ
নিউজ ডেস্কঃ বাড়িতে পিঁপড়ের উৎপাত? কি করে তাড়াবেন বুঝতে পারছেন না? এই নিয়ে চিন্তার কিছুই নেই আপনারা ঘরোয়া উপায়ে তাড়াতে পারবেন পিঁপড়ে। হ্যাঁ ঠিকই শুনছেন।ঘরোয়া কিছু উপায় ব্যবহার করলেই পিঁপড়ে চলে যাবে। কিন্তু কি সেই ঘরোয়া উপায় এটাই ভাবছেন তো? তাহলে এবার জেনে নিন ঘর থেকে কিভাবে পিঁপড়ের উৎপাত কমাবেন।
পিঁপড়ে তাড়াতে ব্যবহার করুন ইউক্যালিপটাস তেল- পিঁপড়ে তাড়াতে ইউক্যালিপটাস তেল ব্যবহার করুন। এতে পিঁপড়ে চলে যাবে। এই তেলটি বানাতে ৫ মিলিমিটার ইউক্যালিপটাসের তেল ও ৫ মিলিলিটার চা গাছের তেল একসাথে নিয়ে ব্যবহার করুন। এতে পিঁপড়ে পালাবে। কারন ইউক্যালিপটাস গাছ ও চা গাছের গন্ধ পিঁপড়ে সহ্য কড়তে পারে না।
পিঁপড়ে তাড়াতে ব্যবহার করুন বেকিং সোডা- পিঁপড়ে তাড়াতে বেকিং সোডা দিয়ে বানিয়ে নিন একটি মিশ্রন।এই মিশ্রণটি বানাতে পরিমাণ মত বেকিং সোডা চিনি এবং ইষ্ট নিয়ে মিশিয়ে নিন। তারপর যেখানে পিঁপড়ে থাকে সেখানে ছড়িয়ে দিন। এতে চিনির জন্য পিঁপড়ে আকৃষ্ট হলেও বেকিং সোডা ও ইষ্টের জন্য পিঁপড়ে মরে যাবে। এই পদ্ধতিগুলি ব্যবহার করুন এতে দেখবেন ঘরে পিঁপড়ে থাকবে না।