শনিবার কেন ছাতা ক্রয় করতে নেই জানেন?
নিউজ ডেস্ক:শনিদেবকে একজন নিষ্ঠাবান দেবতা বলে মানা হয়ে।শাস্ত্র মতে কোনো ব্যাক্তির উপর যদি তিনি সন্তুষ্ট থাকেন তাহলে সেই ব্যাক্তির জন্য খুবই ভালো কিন্তু যিনি তিনি কারোর রুষ্ট হয়ে যান তাহলে ধ্বংস না নিশ্চিত। তাই যাতে শনিদেবের কোপের তলায় না পড়তে চান তাহলে কিছু নিয়ম মেনে চলুন।এতে গ্রহরাজকে তুষ্ট করার পাশাপাশি গৃহে শান্তি বজায় থাকবে।এই নিয়মগুলি হল –
১) শনিবার দিন কখনো কোনো লোহার জিনিস কিনবেন না। এবং যাদের যাঁরা লোহার ব্যবসা আছে তাদের পক্ষেও শনিবার দিনে লোহার জিনিসপত্র না কেনাবেচা করাই ভাল।
২) শনিবার দিন কোনও যানবাহনও কিনবেন না কারণ। যানবাহন লোহার দিয়ে তৈরি করা হয়।এই জন্য গাড়ি বা বাইক কিনতে হলে অন্য কোনো বারে কিনুন শুধুমাত্র শনিবার বাদ দিয়ে।
৩) কাঠের কোনও আসবাবপত্র বা কাঠের কোনও জিনিস কিনবেন না এই দিনে।
৪) শনিবার দিনটিতে কখনও কালো রঙের জামা বা জুতো কিনবেন না।
৫) কোনরকমের ইলেক্ট্রনিক্স গ্যাজেটও কেনা ঠিক নয় এই দিনে।
৬) ছাতা কেনা উচিত নয় শনিবারে।
৭) সর্ষের তেল বা সর্ষে দানা কখনই কেনা উচিত নয় এই দিনে। এতে সংসারে অভাব-অনটন সম্মুখীন হতে পারেন আপনারা।