লাইফস্টাইল

প্লাস্টিকের জলের বোতলের কারনে মৃত্যু পর্যন্ত হতে পারে

নিউজ ডেস্ক  – প্লাস্টিকের বোতলে জল খাওয়া কিংবা প্লাস্টিকের বোতলে জল বিক্রি হওয়া একটি স্বাভাবিক বিষয়। কিন্তু দেখা দিচ্ছে প্লাস্টিকই কেড়ে নিতে পারে একটি মানুষের জীবন। যদি সেটা হয় কোন গাড়ির মধ্যে। বিষয়টি কোন গুজব নয় বাস্তব ঘটনা।  

আইডাহো অঙ্গরাজ্য অবস্থিত আইডাহো পাওয়ার স্টেশনের ব্যাটারি টেকনিশিয়ান ডিওনি আমিচেস্তাগুরের জীবনে ঘটেছে এই ঘটনাটি।  নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে  তিনি জানিয়েছেন,  সম্প্রতি একদিন পাওয়ার স্টেশনের সংলগ্ন এলাকায় গাড়ি রেখে দুপুরের খাবার খাচ্ছিলেন তিনি।  ইংলিশ মা হঠাৎই তিনি লক্ষ্য করেন তার গাড়ির মধ্যে থেকে ধোঁয়া উঠছে।  কিন্তু কোন স্থানে দেখা মিলছে না আগুনের।  যথারীতি ধোঁয়ার উৎপত্তি স্থল জানতে গাড়ির কাছে এসে রীতিমত অবাক হয়ে যান  আমিচেস্তাগু। 

পরবর্তীতে তিনি দেখতে পান  তার গাড়ির মধ্যে রাখা প্লাস্টিকের জলের বোতলটিতে প্রখর সূর্যের তাপে এসে রীতিমত পুড়িয়ে দিয়েছে। যার কারণে ধোঁয়ার সৃষ্টি হয়েছে।  তবে বেশিক্ষণ বিষয়টি নজরের বাইরে থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।   

ঘটনাটি রীতিমতো প্রকাশ্যে রাস্তায় বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে জানিয়েছেন প্রখর রোদের গাড়িতে জলের বোতল রাখা বিপদজনক। তাই বিপদ এড়াতে জলভর্তি বোতলটি গাড়ির বসার আসনের নীচে ঢুকিয়ে রাখতে হবে।  এই ক্ষেত্রে বোতলটি সহজে উত্তপ্ত হবে না এবং পুড়ে গিয়ে কোনো রকম বিপদজ্জনক ঘটনা ঘটানোর সম্ভাবনা কম থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *