শীতকালে পায়ের দুর্গন্ধ কমাতে যা করা উচিৎ
নিউজ ডেস্কঃ অনেকের জুতো এবং মোজা থেকে খুব বাজে গন্ধ বের হয়। যা লোকেদের সামনে অপ্রস্তুত করে।আর এই সমস্যাটি এমনই একটি সমস্যা যার থেকে মুক্তি পাওয়া পথটাও অনেকের কাছে অজানা।তাই এবার এই গন্ধকে করুন দূরে।ভাবছেন তো কি করে? এত ভাবার কিছু নেই কারন এই সমস্যা থেকে মুক্তি পাওয়া পথ খুবই সোজা শুধু সেটা আপনাদের জেনে নেওয়া প্রয়োজন তাহলেই কেল্লাফতে।তাহলে এবার জেনে নেওয়া যাক এই উপায়গুলি।
১) অনেকের পায়ে ঘাম হয় যার ফলে পায়ে ফাঙ্গাসের সৃষ্টি হয় আর এর থেকেই হয় পায়ে দুর্গন্ধ।তাই এই সমস্যা দূর করতে হলে রোজ বাড়ি ফিরে উষ্ণ গরম জলে নুন মিশিয়ে নিয়ে তাতে পা ডুবিয়ে রাখুন প্রায় আধ ঘণ্টা মতো।এতে দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাসের আক্রমণ থেকে বাঁচাতে বিশেষভাবে সাহায্য করবে।
২) জুতো বা মোজায় আর দুর্গন্ধ করতে হলে ব্যবহার করা টি ব্যাগ নিয়ে সেটিকে শুকিয়ে নিয়ে স্নিকার বা নস্টারের মতো জুতোর মধ্যে রেখে দিন।এরফলে জুতো বা মোজায় দুর্গন্ধ হবে না।এই চা পাতা জুতো দুর্গন্ধ দূর করতে কার্যকরী।
৩) দুর্গন্ধ সৃষ্টিকারী ফাঙ্গাসকে দূর করতে বেকিং সোডা খুবই কার্যকরী।তাই প্রতিদিন বাড়ি ফিরে পায়ে অল্প বেকিং সোডা লাগান।এতে পায়ে দুর্গন্ধের সমস্যা দূর হওয়ার পাশাপাশি এই বেকিং সোডা জুতোতেও ছড়িয়ে দিলেও জুতোর দুর্গন্ধ দূর হয়ে যাবে।
৪)অনেকে পা খুব ঘামে আর এই ঘাম পায়ে জমলে তার থেকে ফাঙ্গাসের সৃষ্টি হয়।তাই এই পা ঘামার সমস্যা দূর করতে পারে আপেল সিডার ভিনিগার।তাই সপ্তাহে দুদিন করে আপেল সিডার ভিনিগারে পা ডুবিয়ে রাখুন।এতে দেখবেন পা ঘামার পরিমাণ অনেক কমে গেছে।