অফবিট

যে যত বেশি মশা মারতে পারে তাকে কিং অফ মসকিউটো কিলার পুরস্কার দেওয়া হয়। ফিনল্যান্ডের ১০ টি অবাক করা অজানা তথ্য

নিউজ ডেস্কঃ পৃথিবীর সবথেকে সুখী দেশের নাম জানেন? আসলে বলতে গেলে একবার নেট ঘাঁটলে সহজেই বলা যায়, কিন্তু জানেন কি প্রথম তিনটি দেশ অর্থাৎ যেদেশকে সবথেকে বেশি সুখী মানা হয় এমন তিনটি দেশের নামের মধ্যে দেখা যায় ফিনল্যান্ডকে। যদিও ২০১৯ সালে সবথেকে সুখী দেশের তকমা এই দেশটিকে দেওয়া হয়ে থাকে। ফিনল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপের বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি দেশ। যার সরকারি নাম রিপাবলিক অফ ফিনলান্ড। ফিনল্যান্ড দুনিয়ার সবথেকে সুখী দেশ গুলির মধ্যে একটি। মাত্র 55 লাখ জনসংখ্যা নিয়ে গঠিত এই দেশটি পুরো দুনিয়াকে বেঁচে থাকার পদ্ধতি শিখিয়েছি.।

ফিনল্যান্ড  সম্পর্কে 10 টি মজাদার তথ্য হলো:

1. স্বল্প জনসংখ্যা নিয়ে গঠিত এই দেশটি 2019 সালে সবথেকে সুখী থাকা দেশগুলোর মধ্যে নিজেদের নাম লিখিয়েছিলেন। এখানকার প্রত্যেকটি ব্যক্তির অত্যান্ত হাসিখুশি ও খোশমেজাজে হয়ে থাকে তাদের কারও প্রতি হিংসা বিদ্বেষ নেই।

2. ফিনল্যান্ড বাসীরা দুধ ও দুগ্ধজাতীয় জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে। ফিনল্যান্ড পৃথিবীর সবথেকে বেশি দুগ্ধ জাতীয় পদার্থ যেমন দই, ক্রিম, মাখন ভক্ষণকারী দেশ নামে পরিচিত।

3. ফিনল্যান্ড বাসী  দুধের মতো তারা প্রচুর  পরিমাণে কফি ও খেয়ে থাকে। এখানে 76 প্রকার আলাদা রকম কফি পাওয়া যায়। সবথেকে আশ্চর্যের বিষয় এই যে এখানে একটি ব্যক্তি বছরে প্রায় 12 কিলো কফি খেয়ে ফেলেন।

4. ফিনল্যান্ডের জনগণকে সাধারনতো ফিনিশ বলা হয় বলা হয়। এবং মাত্র 55 লাখ জনসংখ্যার এই দেশে প্রায় দু লক্ষ জলাশয় দেখা যায়।

5. ফিনল্যান্ডের রাজধানী হল হেলসিংকি একে নীল শহর বলা হয়। কারণ পুরো দেশের মধ্যে এখানে সবথেকে বেশি জলাশয় রয়েছে।

6. ফিনলান্ড  একপ্রকার মজাদার খেলা আছে যেখানে স্বামী তার স্ত্রীকে বহন করে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যাকে ফিনল্যান্ডে eukonkanto বলা হয়। এবং এই প্রতিযোগিতায় জিতলে স্ত্রীর ওজন সমান তাকে বিয়ার দেওয়া হয়।

7. এছাড়াও ফিনল্যান্ডে প্রতিটি কলেনিতে ও শহরে প্রতি রবিবার এক অদ্ভুত ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয় যা হলো মসকিউটো কিলার প্রতিযোগিতা, যে  যত বেশি মশা মারতে পারে তাকে কিং অফ মসকিউটো কিলার পুরস্কার দেওয়া হয়।

8. ফিনল্যান্ডে আইন মান্যকারী দেশ এখানে গাড়ি  স্পিড লিমিট এর বেশি জোরে চালালে মোটা অঙ্কের ফাইন দিতে হয়। সবথেকে বড় বিষয় হলো ওই গাড়ির জন্য কত টাকা চালান কাটা হবে তা ব্যক্তির উপার্জনের ওপর নির্ভর করে। এছাড়াও ফিনল্যান্ডের সরকার সমস্ত প্রকার শিক্ষা কর খরচ ও হসপিটাল খরচ বহন করে।

9. ফিনল্যান্ডে কেউ যদি পিএইচডি ডিগ্রী অর্জন করে তাহলে তাকে পুরো দেশের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

10. ফিনল্যান্ডের মানুষেরা গান অনেক পছন্দ করে। এখানকার  প্রতিটি বাড়িতে একজন করে অবশ্যই গান গেয়ে থাকেন। ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ব্যান্ড হল হেভি মেটাল ব্যান্ড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *