পৃথিবীর কোন দেশে টাকা গাছে ঝোলে জানা আছে?
নিউজ ডেস্ক – সকলে কথার কথা বলে টাকার কি গাছ রয়েছে! কিন্তু সেই কথাই বর্তমানে বাস্তব হতে দেখা গেল। অ্যামোনিয়ার দেশ রয়েছে যেখানে কাছেই থাকে টাকা। আর এই অবাক করা বিষয় থেকে দেখে রীতিমতো হতবাক গোটা বিশ্ববাসী। প্রাথমিকভাবে দেখলে গাছে টাকা রয়েছে ঠিকই কিন্তু এর পেছনেও রয়েছে এক গল্প কথা। প্রথমে বলা যাক এই টাকায় ভর্তি গাছটি রয়েছে স্কটল্যান্ডের পিক জেলার জঙ্গলে।
লোকো ভাষ্যমতে এই অঞ্চলে গাছটি রয়েছে আজ থেকে প্রায় ১৭০০ বছর আগে থেকে। এখানে সকল বিদেশীরা কিছু মানুষ মনে করেন গাছটিতে দেবতা রয়েছে। আবার অনেকের মধ্যেই ভর্তি ক্রিয়া-কলাপ হয় গাছটিতে। আবার অনেকে অলৌকিক কিছু দেখতে পেয়েছে গাছের সংলগ্ন এলাকায়। যার কারণে এখানকার অধিকাংশ স্থানীয়রা গাছটিকে পবিত্র মনে করে সেখানে কয়েন লাগিয়ে দিয়ে যায়। তবে শুধুমাত্র সেখনকার মানুষ জন্য বিদেশ থেকে যে সকল পর্যটকরা ঘুরতে যান তারাও এর মান্যতা শুনে সেখানে কয়েন লাগিয়ে দিয়ে আসে। যার কারণে বর্তমানে গাছটিতে পাতার পরিবর্তে গোটা গাছ কয়েনে পরিপূর্ণ। যার কারণে ধাতব পদার্থ গাছের সংস্পর্শে থাকায় সেখানে পাতা ও ফলমূল না হয় বললেই চলে। যাই হোক মানুষের ইয়ার্কির ছলে বলা কথাটি যে এইভাবে বাস্তবায়ন রূপ নেবে সেটি কল্পনাতীত ছিল সকলের কাছে। তবে বাস্তবে যে গরু গাছে চরে সেটি প্রমাণিত হলো এই পয়সায় মোরা গাছের জন্য।