রাতে শোয়ার আগে ঠোঁটে আমন্ড অয়েল মাখিয়ে রাখুন
নিউজ ডেস্কঃ মানুষেরা সবসময় সুন্দরের পিছনে ছোটে।কিভাবে তাকে দেখতে ভালো লাগবে, কি পড়লে তাকে সুন্দর লাগবে, কি করলেন সে আরও সুন্দরীর হয়ে উঠবে ইত্যাদি বিষয়ে মানুষ সবসময় সক্রিয় ভূমিকা পালন করেন।তাই নিজেকে আকর্ষণীয় করে তোলায় জন্য বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করেন।যেমন আমাদের ঠোঁট সেটিকে সুন্দর রাখতে লিপস্টিক ও লিপগ্লসের ব্যবহার করা হয়।তবে এই সুন্দর ও কোমল ঠোঁট বিভিন্ন কারণে জন্য ঠোঁট কালচে হয়ে যাচ্ছে৷যা একটি চিন্তার বিষয় হিসাবে বলা হেতে পারে।তাই নিজেদের ঠোঁটকে কালচে হওয়ার থেকে প্রতিরোধ করতে কিছু নিয়ম মেনে চলুন যা আপনাদের ঠোঁটকে কালচে হওয়ার থেকে রক্ষা করার পাশাপাশি ঠোঁটের ত্বকেও ভালো রাখবে।তাহলে জেনে এই টিপস সম্পর্কে।
আপনারা যখন লিপস্টিক লাগাবেন তার ঠিক আগে ঠোঁটে অল্প করে সান্স স্ক্রিন লাগিয়ে নেবেন।
প্রতিদিনে অন্তত একবার করে ঠোঁটে দুধের সর লাগান যা ঠোঁটের পক্ষে খুবই ভালো।
রাতে শোয়ার আগে ঠোঁটে আমন্ড অয়েল মাখিয়ে রাখুন।
প্রতিদিন অন্তত তিনবার কয়েক ফোঁটা গোলাপ জল ও সামান্য মধু মিশিয়ে নিন তারপর ওই মিশ্রনটি ঠোঁটে লাগান৷
এছাড়াও সপ্তাহে অন্তত একবার হাফ চামচ চিনি ও কোল্ড ক্রিম একসঙ্গে মিশিয়ে নিন এবং তারপর সেটি নিজের ঠোঁটে মাখিয়ে রাখুন।
তবে একটি বিষয়ে সচেতন হন যে কম দামি লিপস্টিক ব্যবহার করবেন না ব্যবহার করলে দামি ব্রান্ডেড লিপস্টিক ব্যবহার করুন৷