ম্যালেরিয়ার কারনে লিভার বেড়ে যাওয়া কমে যায়। বেগুনের অসাধারন ১০ টি কার্যকারিতা
বেগুন। কোনও গুন নেই নাকি বলে অনেকে ভেবে থাকেন যে এর নাম বেগুন। কিন্তু তাদের চিন্তা ভাবনা যে একদম ভুল তা একাধিকবার প্রমানিত হয়েছে। কারন একাধিক গুনে সমৃদ্ধ এই সবজি।
কচি বেগুন পুড়িয়ে রোজ সকালে খালি পেটে একটু গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার কারনে লিভার বেড়ে যাওয়া কমে যায়।
লিভারের দোষের জন্যে যদি চেহারায় হলদেটে ভাব আসে সেটাও কমে যায়।
যাদের ঘুম ভালো হয় না তাঁরা যদি একটু বেগুন পুরিয়ে মধু মিশিয়ে সন্ধ্যাবেলায় চেটে খান তাহলে তাদের রাতে ভালো ঘুম হবে।
বেগুনের তরকারি, বেগুন পড়া, বেগুনের স্যুপ রোজ যদি একটু হিং ও রসুন দিয়ে খাওয়ায় যায় তাহলে রায়ুর প্রকোপ কমে। যদি কারোর পেটে বায়ুগোলকের সৃষ্টি হয়ে থাকে সেটিও কমে যায় বা সরে যায়।
মহিলাদের ঋতু ঠিক মতো না হলে বা কোনো কারনে বন্ধ হয়ে গেলে তাঁরা যদি শীতকালে নিয়ম করে বেগুনের তরকারি বাজরার রুটি এবং গুড় খান তাহলে উপকার পাবেন। অবশ্য যাদের শরীরে গরমের ধাত বেশি তাদের পক্ষে এটা না খাওয়ায় ভালো।
নিয়মিত বেগুন খেলে মুত্রকৃচ্ছ্রতা সারে।
বেগুনের রস খেলে ধুতুরোর বিষ নেমে যায়।
বেগুনের পুলটিস বাঁধলে ফোঁড়া তাড়াতাড়ি পেকে যায়।
মুরগির ডিমের সাইজের ছোটো গোল সাদা বেগুন অশ্বরোগের পক্ষে উপকারী ভূমিকা রাখে।
প্রস্রাব পরিষ্কার হওয়ার প্রারম্ভিক অবস্থায় কিডনির ছোটো পাথরও গলে গিয়ে প্রস্রবের সাথে বেরিয়ে যায়।