লাইফস্টাইল

অকাল বার্ধক্য রোধ করতে কার্যকারী। গুঁড়ের অসাধারন কিছু উপকারিতা

নিউজ ডেস্কঃ গুঁড় খাওয়া যে আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তা আমরা সবাই জানি।গুঁড়ের স্বাস্থ্যকর উপকারিতাগুলি জানলেও গুঁড়ে আরও অনেক উপকারিতা আছে যেগুলি হয়ত অনেকেই জানে না।গুঁড়ের স্বাস্থ্য উপকারিতা ছাড়াও গুঁড়ের আর একটি উপকারিতা হল ত্বকের জন্য উপকারী।তাই তাই গুঁড়ের এই বহুমুখীগুণ সম্পর্কে জেনে নিন।আর রূপচর্চার ক্ষেত্রে গুঁড়ের ব্যবহার করে হয়ে উঠুন সুন্দর ত্বকের আধিকারিক।তাহলে জেনে নিন রূপচর্চার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন গুঁড়।

ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা যেমন- ব্রন, ফুসকুড়ি উঠা, দাগ ইত্যাদি থেকে মুক্তি পেতে একটি লেবুর আকারের মতো গুঁড়ের গোল্লা পাকিয়ে খান।এতে এই সমস্যাগুলি দূর হওয়ার পাশাপাশি ত্বকের উজ্জলতা বৃদ্ধি পাবে।

অকাল বার্ধক্য রোধ করতে গুঁড়ের জুড়ি মেলা ভার।কারন গুঁড়ে রয়েছে এমন কিছু উপাদান যা পরিপক্কতা দূর করতে সহায়তা করে।

এছাড়াও গুঁড়ের  স্বাস্থ্য  উপকারিতার পাশাপাশি ত্বকের পক্ষে এমনকি চুলের জন্যও উপকারি।গুঁড় চুলের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে চুলকে সুন্দর করতে সাহায্য করে।তাই চুল পড়ার সমস্যা দূর করতে একটি পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে ২ চামচ জল ও গুঁড় মিশিয়ে নিন।এরপর ১০ মিনিটের জন্য ওই মিশ্রণটি ভালো করে লাগিয়ে রেখে দিন।তারপর ধুয়ে ফেলুন।এরফলে চুল পড়ার সমস্যা দূর হওয়ার পাশপাশি চুলের উজ্জলতা বৃদ্ধি করবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *