চাঁদের বর্তমান বয়েস জানা আছে!
নিউজ ডেস্কঃ ছোট থেকে চাঁদ মামার গল্প শুনে বড় হয়েছে উঠেছে সকল ভারতীয়রা। তবেই যার গল্প শুনে শৈশব কেটেছে সেই চাঁদ মামার বয়স ঠিক কত সেই বিষয়ে বর্তমানে দ্বন্দ্বে রয়েছেন সকল বিজ্ঞানী মহল। তবুও তাদের অনুমান জগত সৃষ্টি হওয়ার ৫০ মিলিয়ন বছর পরেই সৃষ্টি হয়েছিল চাঁদের।
তবে সববিস্তারিতভাবে ধারণা দিয়ে নাসার বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী সৌরজগৎ সৃষ্টির ১৫০ মিলিয়ন বছর পর চাঁদের জন্ম হয়। তবে কোলন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতে, চাঁদের বয়স নির্ণয় করা একান্ত আবশ্যক কারণ চাঁদের বয়স না করলে পৃথিবী একাধিক তথ্যাদি প্রকাশ্যে আসবে না। আদি পৃথিবীর অনেক তথ্যই আছে চাঁদের পাথরে। তাই পৃথিবীতে থেকে চাঁদের তথ্য সংগ্রহ সম্ভব নয় কারণ বায়ুমণ্ডল সূর্যের রশ্মি এবং পৃথিবীর অভ্যন্তরের সক্রিয়তা কারণে এত দিনে অনেক পরিবর্তন হয়েছে। যেখানে চাঁদ পৃথিবীর তুলনায় অনেকটাই কম পরিবর্তনশীল। তাই পৃথিবীতে দাঁড়িয়ে চাঁদের বিষয়ে সেরকম তথ্যাদি সংগ্রহ করা অসম্ভব। চাঁদের বিষয়ে জানতে চাঁদের ভূমি থেকেই তার নমুনা সংগ্রহ করতে হবে। যেই কারনে আজও সেই তথ্যাদি সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন সকল বিশেষজ্ঞবিদরা।