ওপরের ঠোঁটে তিল থাকলে কর্তব্য পরায়ন হন। জ্যোতিষ বিজ্ঞান অনুযায়ী তিলের অবস্থান দেখে যেভাবে মানুষ বিচার করা যেতে পারে
নিউজ ডেস্ক – কোন মানুষ কি ধরনের হয় সেটি এবার চেনা যাবে তার শরীরের তিল থেকে। নারী এবং পুরুষের উভয় ক্ষেত্রে চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয়। সেই ক্ষেত্রে তাদের তিলের অবস্থান এক থাকলেও চারিত্রিক বৈশিষ্ট্য আলাদাই প্রমাণিত হবে। এটা বলছে স্বয়ং জ্যোতিষীরা। শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন জায়গায় তিল প্রমাণিত করতে পারে চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে ভাগ্য। বহু মানুষের ক্ষেত্রে জন্ম থেকে তিল থাকে আবার অনেকের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিলের জন্ম হয়। যদি এই সকল কুসংস্কারে অনেকেই বিশ্বাস করেন না। তিলের স্থান পরিবর্তনের সঙ্গে বদলে যায় বার্তাও। নারীদের শরীরে তিলের ক্ষেত্রে জ্যোতিষ বিজ্ঞান অনুযায়ী বলা হয়েছে —
১) যেসকল জাতিকাদের মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হন।
২) এ সকল নারীদের কপালে বাঁ দিকে তিল থাকে তারা নানা রূপ কুমতলব আটেন।
৩) গালে তিল থাকলে তিনি দরিদ্র হয়।
৪) ওপরের ঠোঁটে তিল থাকলে কর্তব্য পরায়ন হন।
৫) কপালের ডান দিকে তিল থাকলে সৌভাগ্যবতী হয়।
৬) নিচের ঠোঁটে তিল থাকলে তিনি ভোগী ও বিলাসী মনোভাবের হন।
৭) নাকের বাঁ দিকে তিল থাকলে হন হতভাগ্য।
৮) নাকের মাঝখানে তিল থাকলে শান্ত ও ধীর প্রকৃতির হয়।
৯) ডান ভ্রুতে তিল থাকলে তিনি হন চিন্তাশীল।
১০) বাম ভ্রুতে তিল থাকলে তারা সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে।
১১) যাদের চিবুকের তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থিরমতি হয়।
১২) যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানীগুণী বিদ্বান ও সুখী।
১৩) যাদের গলার নিচে দু বাসাতেই থাকে তারা জ্ঞানীয় এবং ভাগ্যশালী হয়।
১৪) ঠোটের নিচে তিল থাকলে তিনি হন প্রেমিকা প্রকৃতির।
১৫) চোখের মধ্যে তিল থাকলে তিনি দূরদর্শী ও বিদ্বান হয়।