দেবীর আগমন-গমনে কী বার্তা দিচ্ছে ২০২৪ এ?
নিউজ ডেস্কঃ সামনেই দুর্গা পুজো হাতে গোনা আর কয়েকটি দিন মাত্র।তারপরেই ডাকের সাঁঝে উমা আসবে তাঁর ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি।তাই উমার ঘরে আসার নিয়ে দেশবাসীদের তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই।তবে উমার আসার দিন তারিখ দেখতে গিয়ে যেটা সবার আগে দেখা হয় সেটা হল উমার মর্তে কিসে করে আগমন এবং গমন করছে।কারন মনে করা হয় যে উমার আগমন এবং গমন যেই বাহনে করে হয় তার ওপর নির্ভর করে গোটা বছরটা কেমনভাবে কাটাতে চলেছে পৃথিবীবাসী।
হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার এক একটি বাহন এক একটি পূর্বাভাস নিয়ে আসে।
যেমন-
দোলা : দোলা অর্থাৎ পালকি হল মহামারী বা মরকের প্রতীক।
নৌকা: নৌকা হল বন্যার প্রতীক। এছাড়াও মনে করেন যে দেবী দুর্গার যদি মর্তে নৌকায় আগমন করে তাহলে চারিদিকে ভালো ফসল হয় ।
গজ : গজ বা হাতি হল শান্তি ও সমৃদ্ধির প্রতীক।তাই বলা হল যে দেবী দুর্গার মর্তে গজে করে আগমন বা গমন করলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়।
ঘটক: ঘটক বা ঘোড়ার যার অর্থ ছত্রভঙ্গ (সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা, যুদ্ধ- বিগ্রহ, অশান্তি, বিপ্লব ইত্যাদির সংকেত)।
এছাড়াও শাস্ত্র মতে বলা হয় যে কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।
তাই এই বছর দেবীর কোন বাহনে করে আগমন এবং গমন করছেন জেনে নিন।
এই বছর দোলায় আগমন এবং ঘটকে গমন।