লাইফস্টাইল

খালি পেটে এবং ভরা পেটে যে ধরনের ওষুধ খাবেন?

ব্যথা হোক বা অন্য কোনো রোগের উপসর্গ চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা কেউই কিছু করিনা। কিন্তু চিকিৎসকের কাছে যে রোগের উপসর্গ নিয়েই যাই না কেনো, সবার প্রথমে তিনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে বলেন খালি পেটে এবং যে রোগের উপসর্গ নিয়ে গেছেন সেই রোগের ওষুধ খেতে বলে ভরা পেটে। কিন্তু কেনো এমনটা বলা হয় জানেন কি? 

খাবার আগে শুধু ওইসব ওষুধ গুলোই দেওয়া হয় যেগুলো আপনার পাকস্থলির ক্ষতি করেনা। আর খাওয়ার পরে সেই সব ওষুধ দেওয়া হয় যেগুলো খালি পেটে খেলে আপনার পাকস্থলীর ক্ষতি হতে পারে। 

কারণ- যদি  ব্যথা বা যে রোগের উপসর্গ নিয়ে গেছেন সেই রোগের ওষুধ খালি পেটে খেতে বলা হয় তাহলে সেই ওষুধ আপনার উপকার না করে আপনার জীবননাশের কারণ হয়ে দাড়াবে। এই ধরনের ওষুধ খালি পেটে খেলে তা পাকস্থলীতে রক্তক্ষরণের সৃষ্টি করে। এই বিষক্রিয়া তাৎক্ষণিক হতে পারে অথবা দেরীতে। তাই সবার আগে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে বলা হয় যাতে পাকস্থলী ঠান্ডা থাকে। 

তবে বমির ওষুধ খাওয়ার আগে খেতে বলা হয়, যাতে খাওয়ার সময় বমি বমি ভাব না আসে।

কিন্তু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খাওয়ার আগে বা পরে এই নিয়ম মেনে খাওয়া হয় না। অ্যান্টিবায়োটিক সময় অনুযায়ী খেতে হয়। ধরুন অ্যান্টিবায়োটিক ওষুধ যেদিন খাওয়া শুরু করবেন সেদিন যদি সকালে খান তাহলে পরের দিনও সকালে খাওয়া উচিৎ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *