চুলকানির সমস্যা দেখা হতে পারে। বডি স্প্রের ক্ষতিকর দিক গুলি জানা আছে!
নিউজ ডেস্কঃ বডি স্প্রে বলতে গেলে আমরা সবাই ব্যবহার করে থাকি।বিশেষ করে গরমকালে ঘামের গন্ধ দূর করার জন্য এছাড়াও গা থেকে ভালো গন্ধ বেরোনোর জন্যও বডি স্প্রে ব্যবহার করে থাকি।কিন্তু এই বডি স্প্রে ব্যবহার করা যে আমাদের শরীরের পক্ষের ক্ষতিকারক সেটা আমাদের মাথায় থাকে না। তাই বডি স্প্রের ব্যবহারের ক্ষতিকারক দিকগুলি জেনে নেওয়া খুবই জরুরী কারন এই বডি স্প্রে ব্যবহারের জন্য নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই জেনে নিন যে বডি স্প্রে ব্যবহারের ফলে কি কি হতে পারে।
বডি স্প্রেতে কেমিক্যাল থাকায় এটি আমাদের ত্বকের পক্ষে ক্ষতিকারক। তাই বডি স্প্রে ব্যবহারের ফলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
বডি স্প্রে ব্যবহারের ফলে ত্বকে কাল ছোপ পরতে পারে।
বডি স্প্রের জন্য চুলকানির সমস্যা দেখা হতে পারে।
এমনকি বডি স্প্রের জন্য স্কিন ক্যান্সারও হতে পারে।
তাই বডি স্প্রে সরাসরি বডিতে লাগানো ভালো নয়।