নিউজ ডেস্কঃ ‘একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর’! এই অভ্যাসের ক্ষেত্রে এই প্রবাদটা ভীষণভাবে যুক্তিযুক্ত।কারন সিগারেট তো আমাদের শরীরে ক্ষতি করেই তার সঙ্গে আবার চা।তাই যাদের এই অভ্যাসটি আছে তাদের দ্রুত ত্যাগ করা উচিত তা নাহলে ক্যানসারের মতো মারন রোগে সম্মুখীন হতে পারেন।এই কথাটি যে কেউ নয় গবেষকরা বলেন।তাদের দাবি সিগারেট এবং চা একসঙ্গে খাওয়ার অভ্যাসটি ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ায়।সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন ‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন’ জার্নালে গবেষকরা জানিয়েছে যে, কোনও ব্যক্তি যদি নিয়মিত ধূমপান এবং মদ্যপান করেন, তাদের পক্ষে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে।
গবেষণায় দেখায় গেছে যে যারা দিনে অন্তত এক গ্লাস অ্যালকোহল পান করার সাথেসাথে দিনে অতিরিক্ত পরিমাণ গরম চা পান করেন তাদের খাদ্যনালীর ক্যান্সার হওয়ায় সম্ভাবনা বেশি।এবং যারা প্রতিদিন ধুম পান করে এবং অতিরিক্ত গরম চা পান করে তাদেরও এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।