জীবনে একা থাকলে যে সুবিধা গুলি পাবেন
নিজজ ডেস্ক – বর্তমানের ব্যস্ত দুনিয়ায় একই পরিবারের সদস্যদের মধ্যে একসঙ্গে বসে দুটো কথা বলার সময় পর্যন্ত থাকে না। যার কারণে প্রতিনিয়ত একা হয়ে যাচ্ছি মানুষ। এছাড়াও যাদের পারিপার্শ্বিক মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কিংবা যারা প্রেমে ব্যর্থ হয়েছে তারা একা থাকতে পছন্দ করেন। কিন্তু একা থাকার যেমন সুবিধা রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু অসুবিধাও।
সুবিধা :-
. স্বাধীনতা লুণ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। অর্থাৎ নিজের মনের মতো চলাফেরা করা।
. নিজের আগ্রহ ও পছন্দমত কাজ করা যায় সেক্ষেত্রে কেউ বাঁধা দেওয়ার থাকে না।
. এককথায় নিয়ন্ত্রণমুক্ত বাঁধাহীন জীবনযাপন করা যায়।
. নিজের ইচ্ছা ও সময়মতো লক্ষ্যে পৌঁছানো যায় । দ্রুত লক্ষ্যে পৌঁছানোর জন্য কেউ জোর করার থাকেনা।
. মানসিকভাবে পরিতৃপ্ত হওয়া যায়।
. নিজে নিজেকে গুরুত্ব দেওয়া যায়। কেউ অগ্রাহ্য করার থাকেনা।
. প্রেমের ক্ষেত্রে স্বাধীনতা থাকে।
. মানবিক মূল্যবোধ বৃদ্ধি পায়।
. জীবন সম্পর্কে এক বাস্তবধর্মী এবং বিজ্ঞানসম্মত ভাবনা জন্ম নেয়।
. নিজেকে নতুনভাবে আবিষ্কার করা যায়।
. অন্যদের তুলনায় এক ব্যক্তিত্ব ধর্মীয় জীবন যাপন করা যায়।
অসুবিধা :-
. সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন জগতের প্রতি নেশা বৃদ্ধি পেতে পারে।
. অন্যদের প্রতি গুরুত্ব কমতে পারে।
. পর্ণোগ্রাফিতে আসক্তির বাড়তে পারে।
. ঘৃনাবাদের চর্চা বৃদ্ধি পেতে পারে।
. হস্তমৈথুন ও ফিঙ্গারিংয়ের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
. নিজেদের প্রতি বিচ্ছিন্নতাও হতাশা প্রবেশ করতে পারে।
. নিষ্ঠুরতা ও বর্বরতা বৃদ্ধি পেতে পারে।
.উদ্বর্তন বিকৃত চিন্তাভাবনা জন্ম নিতে পারে।