বর্ষায় জুতো ভিজলে চট করে শুকতে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন। জুতোর সমস্যা মেটাতে যে কাজ গুলি করা উচিৎ
নিউজ ডেস্কঃ জুতো। সাধারণত কিছু হলেও আমরা মুচির কাছে দৌড়াই। কিন্তু বাড়িতেই সুন্দর ভাবে রাখা যায় এই জুতো। কিন্তু অনেকেই ন্যম না জানার কারনে একাধিক অসুবিধায় পরে।
পালিশ করার সময় ব্রাশটি জ্বলন্ত বালব বা হিটারের উপর ঘষে নিন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে জুতোটা পালিশ করে নিন। দেখুন জুতোর হাল ফিরল কি না।
বর্ষায় জুতো ভিজলে চট করে শুকতে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন।
বিবর্ণ কোলাপুরি ভদ্রস্থ করতে একটু কাপড় ভিজিয়ে ঘষুন।চপ্পলের রঙ লাল হবে এবং জুতোর শ্রীও ফিরবে।
চামড়ার জুতো পালিশ করার আগে এক টুকরো আলু ঘষে নিন। তার উপর পালিশ করলে জুতোটা নতুনের মতো ঝকঝক করবে।
নতুন জুতো, চটিতে পা স্লিপ করে।জুতোর তলায় দুটুকরো স্টিকিং প্লাস্টার লাগিয়ে নিন।জুতো পিছলে যাবে না।
জুতো বা চটির উচু হিলে সেলটেপ জড়িয়ে রাখুন।কাদা লাগলে টেপ খুলে নিলেই জুতো পরিষ্কার হয়ে যাবে।
জুতোর ফিতের ডগায় ধাতব অংশটি খুলে গেলে ফিতে ফেলে দেবেন না।ডগায় শক্ত করে সেলটেপ জড়িয়ে নিন।গাম নেলপালিশের ডগা ডুবিয়ে নিলেও শক্ত হয়ে যাবে।
জুতো যদি পায়ে খুব আটো হয় তাহলে রাতে একটুকরো আলু কেটে জুতোর ভেতরে রেখে দিন।সকালে দেখবেন আর অসুবিধা হচ্ছে না।
নতুন জুতো পড়ার সময় পায়ে একটু ক্রিম বা ভেসলিন মেখে নিন।পরিবর্তে পাউডারও লাগাতে পারেন।দেখবেন পায়ে আর ফোসকা পড়ছে না।