পেটের সমস্যা ভালো হয়ে যায়। তুলসী পাতার ভেষজ গুণাবলী গুলি জানেন তো?
আমরা সকলেই প্রায় জানি, বহু ভেষজ উদ্ভিদের মধ্যে একটি অন্যতম গাছ হলো তুলসী। কিন্তু তুলসী পাতার এই ভেষজ গুণাবলী গুলি কী কী? চলুন তা জেনে নেওয়া যাক-
- জ্বর হলে বা ঠাণ্ডা লাগলে তা ঠিক করতে তুলসী পাতার রস খাওয়া যেতে পারে।
- বমি বমি ভাব, মাথা ঘোরা বন্ধ করতে তুলসী পাতার রস খেলে উপকার পাওয়া যায়। তুলসী পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে খেলে মাথা ঘোরা ও বমি বন্ধ হবে।
- যাদের মুখে খাবারের রুচি নেই, তারা যদি সকালে উঠে খালি পেটে তুলসী পাতা চিবিয়ে খান তাহলে খাবারের রুচি বাড়বে।
- শরীরের যেকোনো জায়গার ঘা দ্রুত কমাতে তুলসী পাতা ও ফিটকিরি একসঙ্গে পিষে ঘায়ের স্থানে লাগালে তা সেরে যাবে।
- শরীরের কোথাও পুড়ে গেলে, তুলসীর রস ও নারকেলের তেল মিশিয়ে লাগালে জ্বালা-যণ্ত্রনা কমে যাবে।
- তুলসী পাতার রস খেলে পেটের সমস্যা ভালো হয়ে যায়।
- ঠাণ্ডা লাগলে চায়ের সঙ্গে তুলসী পাতার রস খেলে উপকার পাওয়া যাবে।