লাইফস্টাইল

আলু পাতিলেবু দিয়েই জিন্স প্যান্টের দাগ তুলুন

১) প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিলে তাতে এক টুকরো পাতিলেবু দিয়ে দেবেন। তাহলে প্রেসার কুকারের গায়ে কালো দাগ ধরবে না।

২)কপালের টিপ খুলে বাথরুম, ড্রেসিংটেবিলের আয়নায় রাখলে আঠা জমে কালো দাগ ধরে যায়।তাহলে আপনি ওই সমস্ত জায়গায় নারিকেল তেল ঘষলে এই দাগ উঠে যাবে।

৩)বইয়ের পাতায় ঘোল, তরকারির দাগ লাগলে সঙ্গে সঙ্গে তার উপরে ও পাতার নিচে ট্যালকম পাউডার ঘন করে লাগিয়ে দিন।দেখবেন তেল, হলুদ টেনে নেবে পাউডার।দাগও হালকা হয়ে যাবে।

৪) দেওয়া থেকে আঙুলের নোংরা দাগ তুলতে হলে, দাগের উপর আলতো করে ইরেজার ঘষতে থাকুন।

৫) জলের বোতল, বালতি, মগ বা ওয়াসিং মেশিনে জলের বিশ্রী দাগ হয়ে যায়।ভিনিগার গরম করে তাতে নুন মিশান।তারপর যে মিশ্রণটি তৈরি হল সেটি দিয়ে ঘষুন।দেখবেন লাল দাগ উঠে গেছে।

৬)জিন্সের প্যান্ট বেশি দিন ফল্ড করে রাখলে বিশ্রী দাগ হয়ে যায়।ঐ জায়গায় প্যান্টের রঙের ক্রেয়র ঘষে নিন।তাহলে আর বোঝা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *