মুখের কালো দাগ দূর করতে নিমের ব্যবহার যেভাবে করবেন?
নিউজ ডেস্কঃ নিম পাতা আমাদের একটি সুপরিচিত পাতার মধ্যে একটি। এই পরিচিত পাতাটি যে আমাদের কতটা শরীরের পক্ষে ভাল তা হয়তো অনেকেই জানে না। আর এই না জেনে অনেকে তেতো বলে দূরে ঠেলে দেয়। তাই এই নিমপাতাকে আর দূরে না ঠেলে সেটি রোজপাতে রাখুন কারণ এই পাতাতে উপস্থিত নানা ধরনের উপাদান যা আমাদের শরীরের নানা সমস্যা থেকে প্রতিরোধ করতে বিশেষ ভাবে সাহায্য করে। তাই এই পরিচিত পাতাটির গুনাগুন সম্পর্কে একবার জানলে এই পাতাকে আর ঠেলে দেবেন না। তাহলে জেনে নিন এই পরিচিত পাতাটি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী।
নিমপাতায় উপস্থিত বিশেষ কিছু উপাদান যা রক্তকে শুদ্ধ করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাই প্রতিদিন নিমপাতা খান। একটি পেটের পক্ষে ভালো।
বদহজমের সমস্যায় বর্তমান দিনে প্রচুর মানুষ ভোগে। তাই এই বদহজমের সমস্যা দূর করতে নিমপাতা খুবই কার্যকরী।
নিমপাতা দাঁতের ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়াও দাঁতের সমস্যার পাশাপাশি এটি মাড়িকে মজবুত করতে সহায়তা করে।
নিম পাতা ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে যেমন তৈলাক্ত ত্বক পরিষ্কার,ব্রণের সমস্যা দূর করতে ইত্যাদি ।তাই নিমের একটি পেস্ট বানিয়ে মুখে লাগান যা আপনার ত্বককে বিভিন্ন সমস্যা থেকে দূর করতে সহায়তা করবে।এই পেস্ট বানানোর জন্য নিম ও কাঁচা হলুদ বেটে 15 মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
এছাড়া মুখের কালো দাগ দূর করতে নিমের জুড়ি মেলা ভার।