পৃথিবীর কোন দেশে ১৩ মাসে এক বছর হয়?
নিউজ ডেস্ক- কোন দেশের ক্যালেন্ডারে ১৩ টি মাস রয়েছে জানেন? ইথিওপিয়া উত্তর পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র। এই দেশটির সরকারি নামইথিওপিয়া যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র।। এটি একটি স্থলবেষ্টিত দেশ যার রাজধানী হল আদ্দিস আবাবা। দেশটির রাষ্ট্রীয় ভাষা হল আমহারীয় ।
ইথিওপিয়া দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
1. এই দেশটিকে পৃথিবীর সবথেকে পুরাতন দেশগুলির মধ্যে একটি ধরা হয় 980 BC তে এই দেশটির সন্ধান পাওয়া যায়।
2. এদেশের একটি অদ্ভুত বিষয় হলো হল এই দেশের মানুষের গড় আয়ু 48 – 50বছরের মধ্যে। এই দেশের মানুষদের আয়ু খুব কম হয়।
3. ইথিওপিয়া দেশের ক্যালেন্ডার বিশ্বের অন্য সকল দেশের ক্যালেন্ডার থেকে আলাদা। এই দেশের ক্যালেন্ডারের 13 টি মাস রয়েছে । এবং অন্য সকল ক্যালেন্ডার থেকে এটি 7 থেকে 8 বছর পিছিয়ে আছে। যেমন পুরো বিশ্বে এখন 2021 সাল হলেও ইথিওপিয়ায় ক্যালেন্ডার অনুযায়ী এখানে 2014 সাল চলছে।
4. এই ক্যালেন্ডার শেষ মাস অর্থাৎ 13 তম মাসে মাত্র 5 দিন এবং লিপ ইয়ার বছরের শেষ মাসে মাত্র 6 দিন থাকে।
5. ইথিওপিয়ার মানুষেরা 11 সেপ্টেম্বর নিউ ইয়ার।
6. এখানকার কোন দম্পতির যদি যমজ সন্তান হয় তাহলে তারা অশুভ মনে করে। তারা যমজ সন্তান কে শয়তানের রূপ বলে মনে করে।
7. গাধা ও উট পালন সর্বপ্রথম এই দেশ থেকেই শুরু হয়।
8. এই দেশটিতে বাল্য বিবাহ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখানে 49 শতাংশ 18 বছরের কম বয়সী মেয়েরা বিবাহিত।
9. কফির সন্ধান প্রথম ইথিওপিয়ার একজন ব্যক্তি দ্বারাই হয়েছিল। যিনি ছিলেন একজন পশুপালক।
10. এই বিশ্বের পঞ্চম তম দরিদ্র দেশ। এখানকার মানুষের জীবনযাত্রা অনেক কঠিন।
11. বিশ্বের সবথেকে দীর্ঘতম নদীর নীলনদ ইথিওপিয়া দেশের মধ্যে রয়েছে।