অফবিট

পূজাতে দূর্বা ঘাস ব্যবহার করার পেছনে কি কারন রয়েছে?

নিউজ ডেস্কঃ হিন্দুধর্মে যেমন সব পূজাতে তুলসি পাতা লাগে ঠিক তেমনি দূর্বাও লাগে।তাই যেকোনও পুজোতেই দুর্বার ব্যবহার ছাড়া করা সম্ভব নয়।প্রত্যেকটা পূজাতে যেমন তুলসী পাতার ব্যবহারের গুরুত্ব আছে ঠিক তেমনি  দুর্বা ব্যবহারের গুরুত্ব আছে৷তবে কেন পূজাতে দূর্বা লাগে সেই কারনটা কি আপনারা জানেন? না জানলে জেনে নিন যে  প্রত্যেকটা পূজাতে দুর্বা লাগে কেন৷

দুর্বা তোলার সময় আমরা সবসময় তিনটে শিষ রেখে দিই কারন এই তিনটে শিস রাখা আবশ্যক বলে জানি৷আসলে এই তিনটে শিষের মাধ্যমে তিন দেবতাকে উপস্থাপন করা হয়ে থাকে৷ শিব, শক্তি এবং গণেশ দেবতা৷ পৌরাণিক কাহিনী অনুযায়ী, একবার গণেশ এবং অনলসুরার সঙ্গে যুদ্ধ হয়। যুদ্ধের সময়  অনলসুরার একটি অগ্নিকুণ্ড ছুঁড়ছিলেন গণেশের দিকে৷ অনলসুরার ওই অগ্নিকুণ্ড ছোড়ার ফলে  গণেশের পেটের উত্তাপ অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছিল এবং পেটের আকৃতিও তার বিশাল বড় হয়ে গিয়েছিল৷গণেশকে ঠান্ডা করতে পারেন নি শিব, ব্রহ্মা এবং বিষ্ণু৷তবে এক ঋষি এসে গণেশের মাথায় ২১টি দুর্বা রাখে৷ তারপরেই ধীরে ধীরে ঠান্ডা হয় গণেশ৷এবং এর থেকেই প্রচলন হয় পূজাতে দুর্বার ব্যবহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *