অফবিট

মহাভারত কে রচনা করেছিলেন জানেন?

নিউজ ডেস্কঃ পৃথিবীর শ্রেষ্ঠ দুটি  মহাকাব্যের  মধ্যে অন্যতম ছিল মহাভারত।আচ্ছা বলুন তো যে এই শ্রেষ্ঠ ধর্মগ্রন্থটি কে লিখেছিলেন? আপনাদের উত্তর নিশ্চয় ব্যাসদেব তাই তো। এটা যদি জানেন তাহলে ভুল জানেন।কারন মহাভারত ব্যাসদেব লেখেন নি। আবার প্রশ্ন যে তাহলে কে লিখেছে তাই তো।তাহলে আর দেরি না করে জেনে নিন মহাভারত কে লিখেছেন? মহাভারত কে রচনা করেছেন?

ব্যাসদেব মহাভারতের রচনা করেন কিন্তু তিনি মহাভারত লেখার সাহস পান না।তখন তিনি ব্রহ্মদেবের আরাধনা করেন।ব্রহ্মদেব তখন ব্যাসদেবকে দর্শন দিয়ে জানান যে তিনি  বুদ্ধির দেবতা গণেশের আরাধনা করেন।এরপর ব্যাসদেব গণেশের আরাধনা করেন।ব্যাসদেব আরাধনা প্রসন্ন হয়ে গণেশ দর্শন দেন এবং তাঁর কাছে জানতে চান যে কেন তাকে ডাকা হয়েছে ? তখন ব্যাসদেব  গণেশকে জানান যে তাঁর মাথায় মহাভারতের আট হাজার শ্লোক তৈরি করা আছে কিন্তু তিনি লিখতে সাহস পাচ্ছেন না।এইজন্য তিনি বলবেন এবং গনেশ লিখে দেবে। এই শুনে গণেশ রাজি হয়ে যান তবে  তিনি জানান যে তাঁর  একটি শর্ত আছে।শর্তটি ছিল তিনি বলতেই থাকবেন এবং সে লিখতেই থাকবো কোথাও থামা চলবে না তাঁর যদি সে শেষ হবার আগে তিনি থেমে যায় তাহলে সে আর লিখবে না।এই শর্ত শুনে রাজি হয়ে যান  ব্যাসদেব  তবে  তিনিও একটি শর্ত রাখেন।তিনি বলেন যে তিনি থামবেন না তবে তাঁকেও কোনো শ্লোক না বুঝে লেখা চলবে না সব শ্লোকের অর্থ বুঝেই তবে লিখতে হবে।এতে গণেশও  রাজি হয়ে যান।তারপর ব্যাসদেব বলতে শুরু করেন এবং গণেশ  লিখতে শুরু করেন। যখনই ব্যাসদেব একটু হাপিয়ে যাচ্ছিলেন তখন তিনি কঠিন শ্লোক এর প্রয়োগ করছিলেন এর ফলে গণেশেরও সেই অর্থ বুঝতে কিছুটা সময় লেগে যায়।লিখতে লিখতে হঠাৎ করে গণেশের কলম ভেঙে যায়। এদিকে ব্যাসদেবও বলেই যাচ্ছিলেন। তখন গনেশ তার নিজের একটি দাঁত ভেঙে নিলেন দোয়াতে ডুবিয়ে আবার মহাভারত লিখতে শুরু করেন।আর এইভাবে শেষ হল মহাভারত লেখা যা সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং ইচ্ছা ছাড়া কখনো সম্ভব হত না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *