অফবিট

পৃথিবীর কোন দেশে গেলে ব্রাশ, জুতো ব্রা ঝুলতে দেখা যায়?

নিউজ ডেস্ক –  বর্তমানে সভ্য সমাজে ব্যবহৃত কিছু জিনিস রয়েছে যেমন ব্রাশ,জুতো ইত্যাদি। অন্যদিকে আবার মহিলারা  ব্যবহার করেন তাদের অত্যন্ত গোপনীয় অন্তর্বাস ব্রা। যেটি সমাজের সামনে প্রকাশ করতে দ্বিধাবোধ করেন অনেক মহিলা। তবে বর্তমানে এমন একটি দেশ রয়েছে যেখানে মানুষের ঘরের থেকে বেড়ায় ঝুলছে দেখা যায় ব্রাশ, জুতো এমনকি ব্রা। বর্তমানে এই দেশটি ব্রা ল্যান্ড নামে পরিচিত। এমন অদ্ভুত কার্যকলাপ মূলত দেখা যায়।

নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগো শহরে। যদিও এর পিছনে  লুকায়িত রয়েছে কিছু রহস্য। 

লোক ভাষ্যমতে  ১৯৯৯ সালে  কার্ড্রোনা হোটেলে নববর্ষ উদযাপন সময় চার মহিলা হোটেলের সংলগ্ন একটি বেড়াতে গিয়ে নিজেদের ব্রা খুলে রাখেন অবাধ স্বাধীনতা উপভোগ করার জন্য। এরপরেই ক্রমেই সেখানে ব্রার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যথাসময়ে গড়িয়েছে ততো ভরে উঠেছে বেড়াটি। বর্তমানে বেড়াটির উপর ব্রার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় হাজারের কাছাকাছি। বর্তমানে এই জায়গাটির নাম  কারড্রোনা ব্রা ফেন্স নামে পরিচিত। বহু পর্যটক বছরের প্রত্যেকটা দিন এই স্থানে ভিড় জমায়। এই  ব্রা স্পটটিকে  কেন্দ্র করে মুখ্য ভূমিকা পালন করছে বিশ্ব স্বাস্থ্য স্তন ক্যান্সার কেন্দ্রটি। তবে শুধু এই শহরে ব্রা নয় জুতো এবং ব্রাশে ভর্তি বেড়াও দেখা যায়। এমনকি ব্রাশের ক্ষেত্রে খোদ প্রেসিডেন্ট ক্লার্কও নিজের ব্রাশ দান করেছেন এখানে। যার কারণে ব্রাশ, জুতো ও ব্রায়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠা এই শহরে বছরের প্রত্যেকটা দিন নজরকাড়া ভিড় থাকে পর্যটকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *