অফবিট

একমাত্র দেশ যেখানে রাতের বেলা ও সূর্যের অস্তিত্ব লক্ষ্য করা যায়। নরওয়ের অজানা কিছু তথ্য

নিউজ ডেস্ক: মেরু ভাল্লুক কোন দেশে দেখা যায় জানেন? নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে পৃথিবীর সবথেকে সুন্দর দেশ গুলোর মধ্যে অন্যতম। মনোরম প্রাকৃতিক দৃশ্য ভরপুর এই দেশের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। ইউরোপের  দক্ষিনে অবস্থিত এই দেশটি ভ্রমণের দিক থেকে অতুলনীয়।

পাহার আবৃত এই দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো –

1. নরওয়ে একমাত্র দেশ যেখানে রাতের বেলা ও সূর্যের অস্তিত্ব লক্ষ্য করা যায়। এখানে মে থেকে জুলাই মাস পর্যন্ত ৭৬ দিন  সূর্যাস্ত হয় না।

2. নরওয়ে বাসি তাদের উপার্জন গোপন রাখতে পারেনা। কারণ নরওয়ে দেশের ইনকাম ট্যাক্স বিভাগের দ্বারা প্রতিটি ব্যক্তি তাদের মাসিক উপার্জন হিসাব একটি ওয়েবসাইটে আপলোড করা হয় যার দ্বারা সেখানকার যে কোন ব্যাক্তির মাসিক উপার্জন কত টাকা তা খুব সহজেই জানা যায়।

3. নরওয়েতে মেরু ভাল্লুক দেখা যায় যা খুবই বিরল প্রজাতির পশু।

4. যদি নরওয়েতে কেউ গরমকালে ঘুরতে যান তাহলে তিনি রাতের বেলা সূর্যোদয় দেখার আনন্দ আস্বাদন করতে পারবেন।

5. নরওয়ে রাষ্ট্রীয় চিহ্নতে সিংহের অস্তিত্ব থাকলেও আশ্চর্যের বিষয় পুরো দেশে একটিও সিংহ দেখা যায় না।

6. নরওয়েতে এখনো রাজবংশীয় পরম্পরা বর্তমান নরওয়ের রাজাকে কিং অফ নরওয়ে না বলে নরওয়ে কিংস বলা হয়।

7.  সুন্দর অট্টালিকা, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর খাল ও পাহাড় আবৃত মনোরম দৃশ্য দেখতে বহু মানুষ প্রতিবছর ঘুরতে যায় নরওয়ে ঘুরতে যান।

8. লাইফ অফ স্টান্ডার এর দিক থেকে নরওয়ে আমেরিকা থেকে ও এগিয়ে।

9. এখানে অত্যাধিক পরিমাণে হরিণ দেখতে পাওয়া যায় এবং হরিণের সংখ্যা কমাতে নরওয়ে বাসি হরিণের মাংস খেয়ে থাকেন।

10. নরওয়েতে পঞ্চাশের বেশি দ্বীপ রয়েছে। নরওয়েতে হেল নামে একটি জায়গা আছে যার অর্থ নরক।

11. নরওয়ের মানুষেরা  বই পড়া র  সৌখিন হয়ে থাকে। একজন ব্যক্তি প্রতিবছর প্রায়  50,000 টাকা খরচ করে বই পড়ার জন্য।

12. নরওয়ে একমাত্র  দেশ যেখানে 2017 সালে এফএম ব্যান করা হয়েছে।

13. নরওয়েতে এক অদ্ভুত নিয়ম আছে যে নিয়ম অনুযায়ী  কোন কুকুর কে বেধে রাখা যাবেনা যদি  কুকুরটি অস্বাভাবিক থাকে তাহলে শুধু তাকে আটকে রাখতে পারবে।

14. নরওয়ে প্রশাসন যদি মনে করে কোন কোনো দম্পতি তার সন্তানের সঠিক খেয়াল রাখছে না বা সে হিংসার শিকার হচ্ছে তাহলে সেই বাচ্চাকে তার পিতা-মাতার অনুমতি ছাড়াই প্রশাসন নিজেদের কাছে রাখতে পারে।

15. ভারতে পুলিশে ভর্তি হওয়ার জন্য  কঠিন শিক্ষা, পড়াশোনা ও ডিগ্রী অর্জন করতে কিন্তু নরওয়েতে পুলিশে ভর্তি হওয়ার জন্য কোন প্রকার ডিগ্রি অর্জন করতে হয় না শুধুমাত্র  তিন  বছরের পুলিশ স্টাডি  করে ব্যাচেলর ডিগ্রী অর্জন করতে হয় এবং তারপর তারা অনায়াসে পুলিশে ভর্তি হতে পারে।

16. নরওয়ে অপরাধীদের কোনদিনও ফাঁসির দেওয়ার শাস্তি হয় না, সে যতই অপরাধ করুক না কেন। এখানকার সর্বোচ্চ শাস্তি হলো 21 বছরের সশ্রম কারাদণ্ড।

17. নরওয়েতে ঘরে বসে টিভি দেখার জন্য সরকারের কাছ থেকে 3000 টাকা দিয়ে আগে থেকে লাইসেন্স নিতে হয়।

18. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশে বহু ক্ষয় ক্ষতি হলেও নরওয়ে এই যুদ্ধে মাত্র 10 জন পুলিশ কর্মীকে হারায়।

19. পরিবেশ বিষয়ে নরওয়ে অত্যন্ত সচেতন তারা 2008 সালে অ্যামাজন কে বাঁচানোর জন্য সর্বপ্রথম এগিয়ে এসেছিল  এবং 1 মিলিয়ন ডলার দিয়ে সহায়তা করেছিল।

20.  জাপানিদের একটি প্রিয় খাবার হলো সেলমন সুজি এই সুস্বাদু ও দুর্লভ মাছের সবথেকে বেশি উৎপাদন নরওয়ে থেকে হয়ে থাকে। এছাড়াও নরওয়েতে সবথেকে বেশি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *