চালের পোকা দূর করতে তেজপাতা, নিমপাতার ব্যবহার
নিউজ ডেস্ক: চালে পোকা ধরেছে? কিভাবে দূর করবেন বুঝতে পারছেন? এই নিয়ে বেশি ভাবার দরকার নেই।কারন চালের থেকে অতি সহজেই এবং কম পরিশ্রমে পোকা দূর করতে পারবেন কিছু উপায়ের মাধ্যমে।এই উপায়গুলি হল
১) তেজপাতা বা নিম পাতা: চালের পোকা দূর করতে এই দুই পাতার জুড়ি মেলা ভার। চালের পাত্রে তেজপাতা বা নিম পাতা রাখতে পারেন। চালের মধ্যে ডাল-সহ নিমপাতা দিয়ে রেখে দিন এতে কয়েক মাস নিশ্চিন্ত এ থাকতে পারবেন। এবং আরও ভাল ফলাফল পেতে একটি এয়ার টাইট পাত্রে চাল সংরক্ষণ করতে পারেন।
২) রসুন: চালের থেকে পোকার দূরে রাখতে কয়েকটা খোসা ছাড়ানো রসুন চালের পাত্রের মধ্যে রেখে দিন। তবে রসুনগুলো শুকিয়ে গেলে তা পরিবর্তন করে নতুন রসুন রেখে দিন।
৩) সূর্যের আলো : চালে যদি প্রচুর পরিমাণে পোকা ধরে যায়, তাহলে কিছুক্ষণের জন্য চালগুলো সূর্যের আলোর মধ্যে রেখে দিন । প্রখর তাপে ওই পোকাগুলি সব চলে যাবে।
৪) গোলমরিচ এবং শুকনো লঙ্কা: পোকা তাড়াতে এই দুই উপকরণ অত্যন্ত উপকারী। বাজার থেকে চাল কিনে আনার পরেই এর মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা রেখে দিন এতে, চালে পোকা ধরবে না। এছাড়াও চালের পোকা দূর করতে এক মুঠো গোটা গোলমরিচ চাল রাখার জায়গায় রেখে দিন। এতেও চালে পোকা ধরবেন না।