পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষের নাম কি?
নিউজ ডেস্ক – পৃথিবীতে একাধিক প্রতিভাবান ব্যক্তি উপস্থিত রয়েছেন। কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তো কেউ একাধিক বিরল ঘটনার উপর বিশ্ব রেকর্ড ভাঙছে। কৃষি ভাবেই দৈহিক শক্তির নিরিখে বিশ্ব রেকর্ড বলেছিলেন যে ব্যক্তি তিনি হলেন zydrunas Savickas । তিনি একবার বিশ্বরেকর্ড গড়ার পাশাপাশি আর্নল্ড স্ট্রংম্যান ক্লাসিক রেকর্ড গড়েছেন সাতবার। এটি এমন একটি স্তরে রেকর্ড যা সহজে কেউ গঠন করতে পারেন না। সুতরাং স্ট্রংম্যান ক্লাসিক রেকর্ড বিশ্বের সবচেয়ে কঠিন অফুরন্ত শক্তির পরীক্ষার রেকর্ড।
বিশ্ব রেকর্ড গড়া জাইড্রুনাস স্যাভিকার্স ছিলেন লিথুয়ানিয়ার বাসিন্দা। তিনি খুব অল্প বয়স থেকেই পাওয়ারলিফটিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সুতরাং দীর্ঘদিনের চর্চার নিরিখে তিনি বহু ইন্টারন্যাশনাল স্ট্রং ম্যান কম্পিটিশনে যোগদান করেন এবং সেখানে জিতের বাড়ি ফেরেন। তিনি রীতিমতো সাতবার এস্ত্রঙেমেন্ট ক্লাসিক রেকর্ড গড়ার পাশাপাশি একবার বিশ্ব রেকর্ড গড়েছেন। বর্তমান পর্যন্ত তাঁর সবচেয়ে অধিক শক্তি প্রদর্শনে তিনি ৪৬০ পাউন্ডের জায়ান্ট কাঠের লগ উত্তোলন করেছিলেন। যার কারণে ২১ সালের সবচেয়ে বেশি শক্তিশালী মানব হিসেবে পরিচিতি লাভ করেছে জাইড্রুনাস স্যাভিকার্স।