যারা নারী ও বয়স্কদের অপমান করে তাদের উপর শনির কুদৃষ্টি পড়ে। শনির কুদৃষ্টি এড়িয়ে চলতে যা করা উচিৎ
নিউজ ডেস্ক – অনেকেই সনের কুদৃষ্টি থেকে রেহাই পাওয়ার জন্য বহু পাথর ধারন করে থাকেন। কিন্তু তা সত্ত্বেও কোনো ফলাফল পাওয়া যায়। সুতরাং সেই ক্ষেত্রে শনি কুদৃষ্টি থেকে বাঁচতে বেশ কিছু কাজ আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। কারণ শনি দেবতার ক্রোধকে ভয় পায় স্বয়ং দেব দেবতারাও।
শনির কুদৃষ্টি এড়িয়ে চলার বিশেষ কয়েকটি পথ হল —
. সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। অপরিষ্কার একদম পছন্দ করেন শনিদেব।
. যারা নারী ও বয়স্কদের অপমান করে তাদের উপর শনির কুদৃষ্টি পড়ে।
. ক্ষুধার্ত কুকুর যখন ক্ষুধা নিবারণের জন্য খাদ্য গ্রহণ করে সেই সময় কোন ব্যক্তি কুকুরকে বিরক্ত করলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে শনিদেব।
. আমিষ ও মদ্যপ ব্যক্তিদের উপর বিরক্ত হন শনিদেব। যার কারনে এ সকল ব্যক্তিদের উপর শনিগ্রহ দুর্বল হয়ে পড়ে এবং ভয়ঙ্কর দৃষ্টির সম্মুখীন হতে হয়।
. প্রতারণার মাধ্যমে অন্যের অর্থ চুরি করলে রেগে যান শনিদেব। সেই ক্ষেত্রেও শনির ভয়ঙ্কর রেজিস্ট্রি সম্মুখিন হতে হয়।
শনি দেবতার ভালো দৃষ্টি পেতে গেলে যে সকল কাজ করতে হবে —
. সর্বদা অসুস্থ অসহায় বৃদ্ধ এবং নারীদের সাহায্য করতে হবে।
. কুকুরদের খেতে দিতে হবে।
. বেআইনি কাজের থেকে দূরে থাকতে হবে।
. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
উপরোক্ত প্রত্যেকটি করে নিয়মিত পালন করলে শনি দেবতা কুদৃষ্টির হাত থেকে রেহাই পাবে প্রত্যেকটি মানুষ।