পারফিউমের সুগন্ধ বেশি সময় ধরে রাখতে যে কাজ গুলি করবেন
নিউজ ডেস্কঃ পারফিউম ব্যবহার করবে না এই রকম মানুষ পাওয়ায় যায় না।কারন ঘাম হয় যার থেকে দুর্গন্ধের সৃষ্টি হয়।তাই এই ঘামের দুর্গন্ধকে দূর করতে পারফিউম ব্যবহার করতে হয়।এতে দুর্গন্ধ তো দূর হয় ঠিকই কিন্তু এই পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী হয় না।তাই এই সময় দরকার এই পারফিউমের গন্ধকে দীর্ঘস্থায়ী করা।কিন্তু কিভাবে এটায় হল প্রশ্ন।এরও উপায় আছে যাতে করে দীর্ঘস্থায়ী হবে এই পারফিউমের গন্ধ।তাহলে এবার জেনে নেওয়া যাক এই উপায়গুলি।
পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।কিন্তু সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না৷ কারন চুল পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে।
পারফিউম মুখ্যম সময় স্নানের পরে। এতে পারফিউমের সুগন্ধ বেশি সময় থাকবে।
পারফিউমের সুগন্ধ অনেকসময় রাখতে পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার লাগাবেন৷
এছাড়াও পারফিউম গলার দু’পাশে লাগাবেন৷এতে পারফিউম গন্ধ অনেক্ষন থাকবে।
এছাড়াও যদি পারেন তবে বুকে পারফিউম স্প্রে করতে পারেন৷ কিন্তু এটি সরাসরি করবেন না প্রায় ইঞ্চিদশেক দূর থেকে স্প্রে করবেন৷
পারফিউমের কনুই এবং কবজিতেও লাগাতে পারেন৷ কারণ এই স্থানগুলি উষ্ণতা শরীরের অন্যান্য স্থানের তুলনায় বেশি৷ তাই এই সব স্থানে পারফিউম লাগাতে সুগন্ধ থাকবে।
পারফিউম ব্যবহার করে সেটিকে শোকাতে দেবেন।ঘষে ফেলবেন না৷