নিরিবিলি থাকতে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রাম
নিউজ ডেস্ক – ভিড়ভাট্টার জীবন থেকে মানুষ বরাবরই নিরিবিলি জায়গায় যেতে পছন্দ করেন। এরকম একটি শান্ত সৃষ্ট মনমুগ্ধকর পর্যটন কেন্দ্র হল উত্তরবঙ্গের ছোট্ট গ্রাম সিকসিন। পাহাড়ি অঞ্চলের ছোট্ট গ্রামটিতে জনবসতি সংখ্যা খুব কম। এখানকার মানুষের আতিথিয়তা এতটাই মনকে আকৃষ্ট করে যে বারবার পর্যটকরা এখানে ছুটে যায়।
রাস্তা থেকে চলতে চলতে এই গ্রাম অনুভব করা যায়। সিকসিন থেকে আবার দার্জিলিং কিংবা লামাহাটা তিনচুলের দিকে যাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে এই ছোট্ট গ্রামটি সেঞ্চল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্ভুক্ত। একটি অভয়ারণ্যর অন্তর্ভুক্ত হওয়ায় চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তবে নিরিবিলি এই জায়গায় বসত করে চিতা বাঘ, ভাল্লুক, বন্য শূকরের মতো একাধিক হিংস্র জন্তুরা। এখানে যেমন জঙ্গল ঠিক সেরকমই কনকনে ঠান্ডা। এছাড়াও এখানে দর্শনীয় স্থান হচ্ছে লামাহাটা পার্ক, লাভার্স পয়েন্ট , তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গমস্থল এবং সবশেষে চা বাগান ও তিনচুলে।