শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার কেন করবেন?
নিউজ ডেস্ক: আমরা মসৃণ চুল পেতে শ্যাম্পু করার পর চুলে লাগিয়ে থাকি কন্ডিশনার। কিন্তু এবার থেকে কন্ডিশনার ব্যবহার করুন আগে। এটি আমরা নয় বলছে রূপ বিশেষজ্ঞরা। এতে চুলে আসবে ভলিউম। এই পদ্ধতিকে রিভার্স ওয়াশিং বলা হয়। কিভাবে ব্যবহার করবেন এবং শ্যাম্পুর আগে কন্ডিশনার ব্যবহার করলে কী হয়?
কিভাবে ব্যবহার করবেন
শ্যাম্পু করার আগে চুল সামান্য ভিজিয়ে নিয়ে ভালো চুলে কন্ডিশনার লাগিয়ে রেখে দিন। তিন থেকে পাঁচ মিনিট পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন । এতে দূর হবে চুলের অতিরিক্ত তেল। শ্যাম্পুর পর আর কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই।তবে শুকনো চুলে লাগাবেন না কন্ডিশনার।
জেনে নিন
যাদের চুল অতিরিক্ত পাতলা ও তেলতেলে, তাদের পক্ষে এই পদ্ধতি খুব কার্যকর।
চুলে নিয়মিত কেমিক্যাল যেমন জেল, হেয়ার স্প্রে যারা ব্যবহার থাকেন, তারাও শ্যাম্পু করার আগে কন্ডিশনার ব্যবহার করতে পারেন।
যাদের চুল খুব ঘন ও শুষ্ক , তারা অবশ্যই শ্যাম্পুর করার পরেই কন্ডিশনার ব্যবহার করবেন।
এছাড়াও যাদের চুল মাত্রাতিরিক্ত শুষ্ক তারা শ্যাম্পুর আগে একবার কন্ডিশনার ব্যবহার করবেন এবং শ্যাম্পু করার পরে একবার কন্ডিশনার ব্যবহার করবেন।