স্নানের পরে ফল খেতে কেন নিষেধ করা হয় জানেন?
নিউজ ডেস্কঃ আপনারা সবাই জানেন যে স্নান করার পর ফল খেতে নেই৷ এবং এই স্নানের পর ফল খাওয়া নিয়ে রয়েছে প্রচলিত নানান ধরনের কুসংস্কার। কিন্তু এটা ঠিক যে স্নানের পরে ফল খাওয়া উচিত নয়। তবে এই নিষেধ করার কারণ কিন্তু কোনো প্রচলিত প্রথা নয় এটি নিষেধ করার অন্য একটি যুক্তি রয়েছে যেটি প্রায় মানুষই জানেন না৷ তাই প্রচলিত কুসংস্কারের থেকে বাইরে বেড়িয়ে এসে জেনে নিন সঠিক কারনটি।
ফল খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো তবে স্নান করে ফল খাওয়া একদমই ভালো নয়। কারন সাধারণত কেউ যখন স্নান করে আসে তখন তার খিদে পায়৷ আর খিদে পাওয়ার সময় দেহের খালি অন্ত্রের বিভিন্ন কোষ থেকে নির্গত হয় নানা রকম রস এবং অ্যাসিড৷ আর আমাদের সবসময় একটা কথা মাথায় রাখা উচিত যে প্রতিটি ফলের মধ্যেই উপস্থিত রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিড৷ তাই তখন ফল খেলে তার অ্যাসিড এবং অন্ত্রের অ্যাসিড এবং বিভিন্ন পাচক রসের মধ্য বিক্রিয়ার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে শরীরে৷ তাই দুপুরে খাওয়ার পর ভরা পেটেই ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল৷