সেনাবাহিনী নেই ইউরোপের কোথায়?
নিউজ ডেস্কঃ এমন কোন দেশের নাম শুনেছেন যেখানে গাড়ির সংখ্যা জনসংখ্যার থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেশি। তেমনই ইউরোপ মহাদেশের একটি ছোট ও বিকশিত দেশ হল সান ম্যারিনো। ইতালির পাশে অবস্থিত এই দেশটির ক্ষেত্রফল মাত্র 61 বর্গকিলোমিটার। এবং এখানকার জনসংখ্যা মাত্র 33 থেকে 34 হাজার।
সানমারিনো সম্পর্কে কিছু অজানা তথ্য হলো
1. ইউরোপের ছোট দেশ হওয়া সত্ত্বেও আর্থিক দিক থেকে অনেক উন্নত। এবং মাথাপিছু আয়ের দিক থেকে এটি ইউরোপের চতুর্থ তম দেশ।
2. এটি একমাত্র দেশ যেখানে গাড়ির সংখ্যা জনসংখ্যা থেকে 30 শতাংশ বেশি।
3. ইউরোপের এই ছোট্ট দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী না থাকায় তারা ইতালির সেনাবাহিনীর ওপর নির্ভরশীল।
4. সানমারিনো এমন একটি দেশ যে দেশের কোন বর্ডার নেই কিন্তু এই দেশে কার্ড অফ শাক পুলিশ বাহিনী রয়েছে যাদের কাজ হল জনসাধারণের সুরক্ষা প্রদান করা।
5. এই দেশের 98 থেকে 99% মানুষ কিসাই ধর্ম পালন করেন। যার মধ্যে 97% শতাংশ লোক রোমান ক্যাথলিক।
6. সানমারিনো বেশিরভাগ লোক ইতালিয়ান ভাষায় কথা বলে এ দেশের সাংস্কৃতিক অনেকটা ইতালি হলেও এখানকার জনগোষ্ঠী তাদের থেকেও উন্নত।
7. এদেশে একপ্রকার ট্রাম পাওয়া যায় যা পাহাড়ি এলাকা কে সংযুক্ত করে।
8. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশ একটি নিরপেক্ষ দেশ হিসেবে তাদের পরিচয় দেয়।
9. সানমারিনো একটি লোকতান্ত্রিক দেশ। সানমারিনো প্রশাসনিক কার্যক্রমে পরিচালিত হয় 16 শতাব্দীতে লেখা ছটি বই এর মাধ্যমে। যদি এই বইগুলোকে সংবিধান ধরা হয় তাহলে এটি হলো পৃথিবীর সবথেকে পুরনো সংবিধান।
10. সানমারিনো এমন একটি দেশ যেখানে সাধারণ মানুষকে পার্লামেন্টে প্রবেশ করার অনুমতি দেওয়া রয়েছে।