লাইফস্টাইল

নখের যত্ন নিতে কি করা উচিৎ?

নিউজ ডেস্কঃ বড় নখ সব মেয়েরায় পছন্দ করে।এতে হাতের সৌন্দর্য বাড়ে।তাই প্রায় সবাই হাতে নখ বড়ো করতে ভালো বাসে কিন্তু যখন এই নখ কোন কারনে ভেঙে যায় তখন খুবই বাজে লাগে আর এর জন্য অনেকে তো সব নখই কেটে ফেলে।কিন্তু এখন আর সব নখ না কেটে ওই ভাঙা নখটা ঠিক করুন।নিশ্চয় আপনাদের মনে প্রশ্ন উঠেছে যে কি করে ভাঙা নখ ঠিক করবেন?তাই তো এর একটি উপায় রয়েছে। এই উপায়টি হল  টি ব্যাগ।চা খাওয়ার পরে এই টি ব্যাগটি সবাই ফেলে দেয় তাই এই ব্যাগটি না ফেলে এটা দিয়েই আপনাদের ভাঙা নখ ঠিক করতে পারবেন।তাহলে জেনে নিন কিভাবে ভাঙা নখ ঠিক করতে টি ব্যাগ ব্যবহার করবেন।

যেই নখটি ভাঙেছে সেই নখের উপরে  নেলপলিশ থাকলে তুলে ফেলুন। তারপর টি ব্যাগটি থেকে একটি ছোট অংশ কেটে নিন৷ তবে একটি ব্যপার খেয়াল রাখবেন যে পেপার টি ব্যাগ হতে হবে ফ্যাবরিক হলে হবে না৷তারপর একটি ক্লিয়ার বেস কোট আপনার নখের ওপর লাগান এরপর ওই টি ব্যাগের কাটা অংশটি নখের ভাঙা অংশের উপর রাখুন।তবে এমনভাবে রাখবেন যাতে আপনার নখের কেবল অর্ধেক অংশ ঢাকবে৷

এরপর শুকিয়ে গেলে আবার  আপনার ওই নখের উপর একটি বেস কোট লাগাবেন৷ তারপর দেখবেন ওই পেপারটি স্বচ্ছ হয়ে উঠবে৷ আর এর পরিবর্তন আপনি নিজের চোখেই লক্ষ্য করতে পারবেন৷এরপর যদি চান তাহলে আপনার ওই  নখে নেলপলিশ লাগাতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *