অফবিট

রাজস্থান থেকে জাওয়াই। পর্যটক হিসাবে ভারতবর্ষের যে স্থান গুলিতে ঘোরা অবশ্যই দরকার

নিউজ ডেস্ক  –    অনেকেই এমন রয়েছেন যারা ভ্রমণ পিপাসু। অর্থাৎ এতটাই ঘুরতে পছন্দ করেন যে অর্ধেক জায়গা তাদের ঘোরা হয়ে গিয়েছে। সুতরাং এমতাবস্থায় নতুন জায়গার সন্ধানের খোঁজে থাকে তারা। টিক সে রকম বেশ কয়েকটি জায়গার হয়েছে ভারতে যেগুলো জনপ্রিয়তা লাভ না করলেও টুরিস্ট স্পট হিসেবে পরিচিত। সেগুলির মধ্যে হচ্ছে —

১)   উত্তরাখন্ডের চৌকোরি  —  বড্ড শান্ত ও নিরিবিলি এই ছোট্ট শহরটি।  এটির অবস্থান হিমালয়ের কোলে। পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত চৌকোরি। এটি নন্দাদেবী শৃঙ্গের মুখোমুখি থাকায় খুবই মনোরম পরিবেশ রয়েছে।  

২)  কেরলের ভারকালা — যাদের নদী পার অত্যন্ত পছন্দের তারা এই জায়গাটি ভ্রমণের জন্য বেছে নিতে পারেন। কারণ কেরলের ভারকালা সৈকত খুবই নিরিবিলি স্থান।  

৩)  রাজস্থানের জাওয়াই  — রাজস্থান বললেই একটা বালির জায়গার চিত্র ফুটে ওঠে। তবে করোনা অতিমারি সময়ে অনেকেই কোথাও ভ্রমণে যাচ্ছেন না। সেই ক্ষেত্রে এই জায়গাটি জনবসতি থেকে কিছুটা দূরে হবার কারনে এখানে নিরাপদ। পাশাপাশি এই স্থানটি বন্য প্রাণীদের জন্য বিখ্যাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *