মৃত কোষ দূর করতে সাহায্য করে। আমের রসের অসাধারন কিছু উপকারিতা
নিউজ ডেস্কঃ এখন আমের মরসুম।আমের নাম শুনলেই যেন মুখে জল চলে আসে।এই ফলটি খেতে যতটা সুস্বাদু ঠিক ততটায় এই ফল খাওয়া আমাদের শরীরে পক্ষে উপকারি।শুধু শরীর নয় এটি আমাদের ত্বকের পক্ষেও ভীষণ উপকারি।কারন এর মধ্যে থাকে বিভিন্ন ধরনের উপকারি উপাদান যেমন- ভিটামিন এ, ভিটামিন সি, কপার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি।যা আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করার পাশাপাশি ত্বকে সুন্দর করতে সাহায্য করে।তাই রূপচর্চার ক্ষেত্রে আমের রস ব্যবহার করুন।তাহলে জেনে নিন আমের রসের উপকারিতা।
ত্বককে উজ্জ্বলতা করতে সাহায্য করে-ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন আমের রস দিয়ে তৈরি একটি প্যাক।এর জন্য একটি পাত্রে ১ চামচ আমের পাল্প নিয়ে তাতে ২ চামচ ময়দা, ১ চামচ মধু ভালো করে মিশিয়ে। মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিটের জন্য।তারপর জল দিয়ে মুখ ধুয়ে নিন।
ট্যান পড়ে রোধ করে-ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে ১ চামচ আমের পাল্পের নিয়ে তাতে ২ চামচ বেসন, ১ চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে লাগিয়ে রেখে দিন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন।
মৃত কোষ দূর করতে-ত্বকের মৃত কোষ দূর করতে একটি পাত্রে ১ চামচ আমের পাল্পের নিয়ে তাতে ১ চামচ মধু এবং ১ চামচ দুধ ভালো করে মিশিয়ে ১০ মিনিট মুখে লাগিয়ে রেখে দিন। তারপ ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ব্রণ-ত্বকের একটি অন্যতম সমস্যা হল ব্রণের সমস্যা।আর এর থেকে মুক্তি পেতে হলে একটি পাতের ১ চামচ আমের পাল্প নিয়ে তাতে ২ চামচ টক দই এবং ২ চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে সেটিকে মুখে ভালো করে লাগিয়ে রেখে দিন। ১৫ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।