অফবিট

পৃথিবীতে কত কোটি মানুষ ইস্কনের হাত ধরে হিন্দু ধর্মে ফিরে এসেছে জানেন?

নিউজ ডেস্ক হিন্দু ধর্ম হচ্ছে এমন একটি ধর্ম যা গোটা বিশ্বে ছাপ রেখেছে। ভারত ছাড়াও বহু দূর দূর সীমানা পর্যন্ত ছড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের সংস্কৃতি।  যাদের মধ্যে বর্তমানে প্রচলিত ইসকন মন্দিরের কৃষ্ণ ভক্তরা।  ইসকন সেবকদের জনসেবামূলক কাজের প্রতি আকৃষ্ট হয় মানুষ ইসকন মন্দিরের যোগদান করেছেন।  যদিও সর্বোচ্চ যোগদান করার সময়টি দেখা গিয়েছে ২০১৯ সালে। 

ইতিহাস ঘেঁটে জানা যায় ২০১৯ সালে  গোটা পৃথিবী থেকে প্রায় ৩ কোটি ৭০ লাখ মানুষ কৃষ্ণ ধর্মে দীক্ষিত হয়ে ইসকন মন্দিরের সঙ্গে যুক্ত হন।  যেখানে অধিকাংশ মানুষ ছিলেন আফ্রিকার বাসিন্দা। যদিও এর নেপথ্যে রয়েছে কিছু কারণ।  

করোনা  আবহের কারণে যখন গোটা পৃথিবীর জর্জরিত। ঠিক তখনই আফ্রিকার অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইসকন সেবাকরা। যার কারণে ইসকনের কতৃপক্ষের সংখ্যা মূলত আফ্রিকার সদস্য সংখ্যার জন্যেই বৃদ্ধি পেয়েছে।  যদিও পাশাপাশি রয়েছে ফিনল্যান্ড, বেলারুশ, মলডোভার মতো দেশগুলির জনসংখ্যাও। 

ইসকন মন্দিরের মুখপাত্র ফিনল্যান্ড নিবাসী ক্যারল গৌড়ি দেবী দাসের  বক্তব্য অনুযায়ী জানা যায়, ” শ্রীকৃষ্ণের আরাধ্যা ধাম ইসকন মন্দিরে প্রত্যেকদিনই জনসেবামূলক কাজ করা হয়।  কার্যত এই জনসভা দৃশ্য দেখে অনেকে মোহিত হয়ে আবার অনেকেই নিরামিষ আহার গ্রহণ করার জন্য এই  মন্দিরে যোগদান করেন।  সকলেই নিজের সমস্ত অধিকার আধিপত্য কৃষ্ণ চরণে রেখেই শুরু করতে চান। তাই জন্যই ইচ্ছুক ভক্তদের ইসকন মন্দিরে কর্তৃপক্ষের স্থান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *