আঁচিল সারাতে কচি আমপাতার ব্যবহার
নিউজ ডেস্কঃ আঁচিলের সমস্যা নিয়ে চিন্তিত? আর এই চিন্তা করার দরকার নেই। কারন আপনারা অতি সহজেই দূর করতে পারবেন এই আঁচিল।কিন্তু কিভাবে? এর জন্য লাগবে কচি আম পাতা। আমের গুনাবলিতা সম্পর্কে আমরা সবাই জানি।শুধুমাত্র যে আম মধ্যে রয়েছে গুণাবলি তা নয় এর পাতাতেও রয়েছে প্রচুর গুনাবলিতা। এই পাতার মধ্যে রয়েছে একাধিক উপাদান যেমন- ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। আঁচিলের সমস্যা থেকে মুক্তি দিতে আমপাতার জুড়ি মেলা ভার।জেনে নিন কীভাবে এই পাতা ব্যবহারের করবেন-
- কয়েকটি কচি আম পাতা নিয়ে সেটিকে ভালো করে পুড়িয়ে নিন।
- পাতাগুলি কালো হয়ে গেলে গুঁড়া করে নিতে হবে।
- এরপর ওই গুড়ো করা পাতার মধ্যে অল্প পরিমান জল মিশিয়ে একটি মিশ্রন তৈরি করে নিন।
- তারপর যেই স্থানে আঁচিল রয়েছে সেই স্থানে ওই মিশ্রণটি লাগান।
- এতে দেখবেন যে আপনার আঁচিল খুব তাড়াতাড়ি সেরে যাবে।