অফবিট

একদিনের ঝড়ে ১০ লাখ বাঙালির মৃত্যু। জানুন বিস্তারিত

নিউজ ডেস্ক পৃথিবীর আবির্ভাব হওয়ার পর থেকেই কমবেশি ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প হয়ে থাকে।  কিন্তু এমন এক ঘূর্ণিঝড় পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল যার কারণে একদিনের মৃত্যু হয়েছিল প্রায় ১০ লক্ষ মানুষের।  গোটা বিশ্ববাসী এমন ভয়াবহ প্রকৃতির রূপের সাক্ষী হয়েছিল  ১৯৭০ সালের ১২ই নভেম্বর। 

সেই সময় কালে লক্ষ্মীপুরে ভয়াবহ ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোন আছড়ে পড়েছিল গভীর রাতে। তার কারণে আগাম নিরাপত্তা গ্রহণ করতে পারেননি অধিকাংশ মানুষ। ভয়াবহ এই ঝড় আছড়ে পড়েছিল লক্ষ্মীপুর সহ উপকূলীয় জেলা  মেঘনা উপকূলীয় রামগতি ও কমলনগর এলাকা, কমলনগরের ভুলুয়া নদী উপকূলীয় অঞ্চল,  নোয়াখালীর হাতিয়া, ভোলা, বরগুনা, পটুয়াখালী,  চট্টগ্রাম সহ একাধিক এলাকায়।  

গভীর রাতে আছড়ে পড়া ঝড় ও বৃষ্টির তান্ডবে রাতারাতি মৃত্যু হয়েছিল প্রায় ১০ লক্ষ মানুষের।  যার কারণে গোটা এলাকা   জুড়ে জলের থৈথৈ হওয়ার পাশাপাশি ১০ লক্ষ মানুষের মরদেহের পচা গন্ধের কারণে ত্রাণের জন্য এগিয়ে যেতে পারেনি বহু মানুষ।   তবে এমন ভয়াবহতার দৃশ্যকে রীতিমতো চেপে দিয়েছে পাকিস্তানের সরকার।   ১০ লক্ষের  জায়গায় ৫ লক্ষ  মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে ছিলেন। 

পরবর্তীতে অবশ্য ১২ ই  নভেম্বর দিনটিকে একাধিক কর্মসূচির মাধ্যমে পালন করেন বিভিন্ন সংস্থার সদস্যরা। তবে বর্তমানে এই দিনটিকে যাতে চিরস্মরণীয় করা যায় তার জন্য মিলাদ মাহফিল,  কোরআন খানি ও নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি এদিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বেশ কিছু সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *