সত্যি কি ভগবান বিষ্ণু তুলসি দেবীর সতীত্ব নষ্ট করেছিলেন?
নিউজ ডেস্কঃ হিন্দুশাস্ত্র অনুযায়ী, দেবী তুলসিকে পবিত্র দেবী হিসাবে মানা হয়।এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মানা হয় তুলসিদেবীকে।এইজন্য তুলসি পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না।কিন্তু বিষ্ণুদেবের অতি প্রিয় হওয়া সর্তেও তিনি তুলসি দেবীর সতীত্ব নষ্ট করেছিলেন।শুনে অবাক হলেন! হওয়াটায় স্বাভাবিক।তবে এটি সত্যি।কিন্তু কেন তুলসিদেবীর সতীত্ব নষ্ট করেছিলেন ভগবান বিষ্ণু? এই নিয়ে কি বলছে পুরান।
পৌরাণিক কাহিনী অনুযায়ী, দেবী তুলসি ছিলেন শঙ্খচূড় নামক এক অসুরের স্ত্রী। শঙ্খচূড়ের বর ছিল যে “ তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলেই তার মৃত্যু হবে”। কিন্তু তুলসি দেবী ছিলেন এক সতী নারী।তাই শঙ্খচূড় এই বর লাভ করার পর হয়ে উঠে অত্যাচারী।শুরু হয় দেবদেবতাদের উপর তার অত্যাচার।এই অত্যাচার সহ্য করতে না পেরে সমস্ত দেবদেবতারা শরনাপর্ণ হন মহাদেবের কাছে।এরপর মহাদেব সকল দেবগনের সাথে বিষ্ণুদেবের কাছে গিয়ে সমস্ত বিষয় জানান।তখন বিষ্ণুদেব দেবতাদের শঙ্খচূড়ের হাত থেকে দেবতাদের রক্ষা করার জন্য শঙ্খচূড়ের রূপ ধারন করে।এরপর বিষ্ণুদেব শঙ্খচূড়ের রূপ ধারন করে তুলসি দেবীর কাছে যান তাঁর সতীত্ব নষ্ট করার জন্য।কারন তুলসি দেবীর সতীত্বের জন্য শঙ্খচূড়কে পরাজিত করতে পারছিলেন না। তুলসি দেবী ভগবান শঙ্খচূড়ের বেশে থাকা ভগবান বিষ্ণুকে তাঁর স্বামী হিসাবে মনে করে।যার ফলে তাঁর সতীত্ব নষ্ট হয়।