অফবিট

সাপের জিভ মধ্যে খানে কেন চেরা থাকে?

নিউজ ডেস্কঃ সাপ আমাদের অতি পরিচিত একটি প্রাণী।তাই এই প্রাণী সম্পর্কে আমরা অনেকটায় জানি।তবে এই জানা মধ্যেও রয়েছে কিছু অজানা সেটি হল সাপের  জিভ মাঝখান চেরা থাকে এটা  আমরা সবাই জানি। কিন্তু কেন সাপের জিভ চেরা থাকে সেটা অনেকেই জানেন না।তাই জেনে নিন যে কেন সাপের জিভ চেরা থাকে?

পৌরাণিক কাহিনী অনুসারে,মহর্ষি  কশ্যপের কদ্রু এবং বিনতা নামে দুই স্ত্রী ছিল। কশ্যপের স্ত্রী কদ্রু কশ্যপের কাছ থেকে ১ হাজার নাগ-সন্তান প্রার্থনা করেছিলেন এবং  অন্য আরেকটি স্ত্রী বিনতা কাছে মাত্র দু’টি সন্তান প্রার্থনা করেছিলেন তবে বিনতা সন্তানেরা যেন কদ্রুর সন্তানদের থেকে অনেক বেশি বলশালী হয়।সেই মতো  কদ্রু জন্ম দেন ১ হাজার সাপের এবং বিনতা জন্ম দেন দুটি সন্তানের যাদের একজন হলেন গরুড়। একবার সাপেদের মা কদ্রুর সঙ্গ ঝগড়া করায় বিনতাকে  বন্দি করে ফেলে সাপেরা।তারপর সাপরাজ্যে দাসত্ব করতেন বিনতা। বিনতাকে মুক্তি দেওয়ার আবেদন জানান গরুড়। তখন তাঁকে সাপেরা শর্ত দেয় যে একমাত্র অমৃত এনে দিলেই তারা বিনতাকে মুক্তি দেবে।গরুড় তার মায়ের মুক্তির জন্য অমৃত এনে দেন সাপেদের। অমৃত পাওয়ার আনন্দে বিনতাকে মুক্তি দেয় সাপেরা। অমৃত পান করার আগে তারা স্নান করতে যায়।এর এই সময়ে দেবরাজ ইন্দ্র  ছল করে অমৃতের পাত্র নিয়ে চলে যান।তারপর সাপেরা এসে অমৃত পাত্র দেখতে পায় না।এরপর তারা দেখতে পায় যে কয়েক ফোঁটা অমৃত ঘাসে উপর পড়ে রয়েছে।আর এই কয়েক ফোঁটা অমৃত চাটতে আপ্রাণ শক্ত ঘাসের ওপর জিভ ঘসতে থাকে তারা। যার ফলে সাপেদের জিভ মাঝখান থেকে চিরে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *