পশ্চিমবঙ্গের কত কোটি এবং কোন বয়েসের মানুষ মদ্য পান করে জানেন?
এ এন নিউজ ডেস্কঃ মদ্য পান এক সামাজিক ব্যাধি। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রায় চোখে পরে আট থেকে আশি সকলকেই মদ্য পান করতে। এবং একাধিক সময় বাচ্চাদের মদ্য পানের ছবি ভিডিও ভাইরাল ওঠে সোশ্যাল মিডিয়ায়। এতো গেল সোশ্যাল মিডিয়ার কথা। আমাদের রাজ্যে লাফিয়ে বাড়ছে মদ্যপানের প্রবনতা। সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে মদ্দ্য পানের চাহিদা যে বাড়ছে তা রিপোর্ট কার্ড দেখলেই বোঝা যায়।
সম্প্রতি এক রিপোর্টে জানা গেছে যে আমদের দেশে ১০-৭৫ বছর বয়সী প্রায় ১৬ কোটি মানুষ মদ্য পান করে। যেখানে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। পশ্চিমবঙ্গে ১ কোটি ৪০ লক্ষ মানুষ মদ্য পান করে। প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ।
সব থেকে চিন্তার বিষয় হল শিশুদের মদ্য পান। এরাজ্যে শিশুরাও মদ্য পানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গে যারা মদ্য পান করে তাদের ৩.৯ শতাংশই শিশু। যা বেশ চিন্তার বিষয়। এবং পশ্চিমবঙ্গের যারা মদ্য পান করে তাদের মধ্যে ২০ শতাংশ মানুষেরা লিভার প্রবলেমে ভোগেন। এবং এর মধ্যে ১০ শতাংশের লিভার সিরোসিসের অসুবিধা আছে।
তবে অ্যালকোহল কোনও সামাজিক ব্যাধি নয়। ঠিক মতো সেবা শুশ্রূষার মাধ্যমে এই রোগ সেরে উঠতে পারে।