অফবিট

মার্ডার রেট সবথেকে বেশী পৃথিবীর কোন দেশে?

নিউজ ডেস্ক: এই দেশের মহিলাদের পাঁচটি করে সন্তান ধারণের ক্ষমতা রয়েছে। হন্ডুরাস দেশ আমেরিকা মহাদেশের মধ্য প্রান্তে অবস্থিত। যা সরকারি নাম রিপাবলিক অফ হণ্ডুরাস এবং এখানকার জনগণ হন্ডুরানাস নামে পরিচিত। এখানকার জনসংখ্যা প্রায় 9, 5874, 12 জন । আয়তনের দিক থেকে এটি একটি ছোট দেশ।

হন্ডুরাস দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য হলো-

1. এই দেশের মানুষেরা তাদের শরীর নিয়ে খুব জাগ্রত তারা তারা শরীরচর্চা শহর নিজেকে ফিট রাখার জন্য নানা ধরনের ব্যায়াম করে  ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মতে এই দেশের মানুষের গড় আয়ু 76 এর আশেপাশে। এর সাথে এখানকার মানুষের অসুখ ও খুব কম হয়।

2. 1502 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এই সুন্দর দেশটির আবিষ্কার করেন।

3. একটি অবাক করা বিষয় হলো এই দেশটি একটি বদ্বীপ হওয়া সত্ত্বেও এখানে একটি মাত্র লেক রয়েছে।

4. হন্ডুরাস দেশ থেকে প্রচুর পরিমাণে কলা ও কাঠ অন্য দেশে রপ্তানি করা হয় এছাড়াও এই দেশে থেকে কফি ভারতে আমদানি করা হয়।

5. এই দেশ ছোট হওয়ার সত্বেও এখানকার আইন-কানুন অনেক কঠিন। এখানে কোন ব্যক্তি বাড়িতে সিগারেট খেতে পারবেন না। কোন ব্যক্তি যদি বাড়ির মধ্যেই সিগারেট খাওয়া অবস্থায় ধরা  পরে তাহলে তার অনেক কঠিন শাস্তি হয়।

6. ভারতীয় নিয়ম মত এই দেশেও কোন ছেলে মেয়েরা 18 বছরের নিচে বিবাহ করতে পারে না কেউ যদি এই অপরাধটি করে তাহলে তাকে জেলে বন্দী করা হয় এবং তাকে জেল থেকে কোনদিনও মুক্তি দেওয়া হয় না।

7. আমাদের দেশে শিশু দিবস 14 নভেম্বর এ পালন করা হয় কিন্তু হন্ডুরাসে 10 সেপ্টেম্বরে এই দিবস প্রতিটি স্কুলে ও প্রতিটি কলেজের খুব জাঁকজমকপূর্ণভাবে এই দিবস পালন করা হয়।

8. হন্ডুরাস এমন একটি দেশ যেখানে পুরো বিশ্বের মধ্যে মার্ডার রেট সবথেকে বেশি।

9. হন্ডুরাস দেশের মহিলাদের পাঁচটি করে সন্তান ধারণের ক্ষমতা রয়েছে।

10. এখানকার মহিলারা পুরুষদের থেকেও বেশি ক্ষমতাশালী ও  কর্মিক হয়ে থাকে। এখানকার মেয়েরা ছেলেদের থেকে এগিয়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *